মাধবপুর আদর্শ বিদ্যালয়ের উদ্যোগে গুনিজন সংবর্ধনা ও সম্মাননা প্রদান
তারিখ: ২৮-ফেব্রুয়ারী-২০১৩
মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলা সদরের আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য কৃতি ব্যক্তিত্বকে সম্মাননা ছাত্রছাত্রীদের মেধাভিত্তিক পুরস্কার বিতরণ সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বুধবার বিদ্যালয় চত্বরে ইউএনও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শারমিন জাহানের সভাপতিত্বে এবং জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য এড. মোহাম্মদ আলী পাঠানের পরিচালনায় অনুষ্টানে হবিগঞ্জের জেলা প্রশাসক মনিন্দ্র কিশোর মজুমদার প্রধান অতিথি হিসেবে সম্মাননা প্রাপ্তদের হাতে ক্রেস্ট তুলে দেন। সম্মাননাপ্রাপ্ত কৃতি সন-ানরা হলেন- সাবেক এম.পি মুক্তিযুদ্ধের সংগঠক মওলানা আসাদ আলী (মরণোত্তর), বিনোদ বিহারী মোদক, পবিত্র মোহন দাস, সাইফুল হক মীর্জা, শামসুল আলম, ইব্রাহিম মিয়া, তোফাজ্জল হোসেন খোকা মিয়া, প্রাণকৃষ্ণ পাল, সীতাংশু কুমার ভট্রাচার্য। অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপসি' ছিলেন- পৌর মেয়র হীরেন্দ্র লাল সাহা, সহকারী কমিশনার (ভূমি) শাহাদা হোসেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমল কুমার ধর, ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ। স্বাগত বক্তব্য রাখেন- বিদ্যালয়ের অধ্যক্ষ আলহাজ্ব শাহীন মিয়া। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- ক্রীড়া সংস'ার সেক্রেটারি সুকোমল রায়, প্রেসক্লাব সভাপতি রোকন উদ্দিন লস্কর, পৌর বিএনপি সেক্রেটারি আলা উদ্দিন আল রনি, উপজেলা যুবলীগের আহ্বায়ক ফারুক পাঠান, জাপা সভাপতি কদর আলী মোল্লা, আন্দিউড়া ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, কাউন্সিলর গোলাপ খান প্রমূখ। পরে প্রধান অতিথি কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- আমরা সবাই শিক্ষিত হতে চাই, আলোকিত মানুষ গড়তে চাই। স্বপ্ন দেখলে স্বপ্ন বাস-বায়ন হয়। হাঁটি হাঁটি পা পা করে আজকে প্রতিষ্টানটি সফলতার সাথে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা প্রতিযোগিতার মাধ্যমে আস' 'াপন করে এগিয়ে যেতে চাই। আজকের ক্লানি-কালে মাওলানা আসাদ আলীর মত লোকের খুব প্রয়োজন। তিনি মৃত্যর পূর্ব মূহুর্ত পর্যন- মাধবপুরকে শিক্ষা ক্ষেত্রে আলোকিত করতে কাজ করেছেন। এড. মোহাম্মদ আলীর উদ্যোগে বিদ্যালয়টি গুণিজনদের যে সংবর্ধনা দিয়েছে তা সত্যি অনুকরণীয় দৃষ্টান- হয়ে থাকবে।
প্রথম পাতা