নবীগঞ্জের মেধাবী ছাত্র রাফির দাফন সম্পন্ন
তারিখ: ২৮-ফেব্রুয়ারী-২০১৩
নবীগঞ্জ প্রতিনিধি ॥ মৌলভীবাজার সরকারি কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্র ওবায়দুর রহমান চৌধুরী রাফির (২০) জানাযার নামাজ গতকাল বুধবার তার নিজ গ্রাম নবীগঞ্জ উপজেলার কুর্শি গ্রামের বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্টিত হয়েছে। জানাজায় বিভিন্ন শ্রেণী পেশার লোকজন মৌলভীবাজার সরকারি কলেজের তার সহপাঠিরা উপসি' হলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। তার সহপাঠি বিভিন্ন শ্রেণী পেশার লোকজন পরিকল্পিত এই হত্যাকান্ডের বিচার দাবি করেন। সুত্রে জানা যায়, প্রায় বছর ধরে নবীগঞ্জ উপজেলার কুর্শি গ্রামের মৃত জিল্লুর রহমান চৌধুরীর ছেলে ওবায়দুর রহমান চৌধুরী রাফি লেখাপড়ার জন্য তার ফুফাতো বোনের জামাই আনোয়ার আহমেদের মৌলভী বাজার মুসলিম কোয়ার্টারের বাসায় থাকে। বর্তমানে সে মৌলভীবাজার সরকারি কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্র। গত ২১ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সন্ধার পর সে বাসা থেকে বের হয়। আর বাসায় ফিরে আসেনি। এর পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। অনেক খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। গত বুধবার শ্রীমঙ্গল জি আর পি থানার পুলিশ কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া উদ্যান এলাকার রেললাইনের নিকট থেকে তার মাথা কাটা লাশ উদ্ধার করে। তার শরীরের বিভিন্ন 'ানে ধারালো অস্ত্রের কয়েকটি আঘাত রয়েছে। ধারণা করা হচ্ছে- তাকে প্রথমে দুর্বৃত্তরা কুপিয়ে ক্ষত বিক্ষত করে মৃত্যুর পর তার লাশ রেল লাইনের উপর ফেলে রাখে। তা ছাড়া তার বাম পা পাওয়া যায়নি। জিআর পি পুলিশ তার মানিব্যাগে থাকা পরিচয়পত্রের মাধ্যমে তার লাশ সনাক্ত করে। মৌলভী বাজার সদর হাসপাতাল থেকে পোস্টমর্টেম রিপোর্ট শেষে গত মঙ্গলবার রাতে তার গ্রামের বাড়ীতে লাশ নিয়ে আসলে সর্বত্র শোকের ছায়া নেমে আসে। তার কলেজের সহপাঠি মিনহাজ, ইয়াকুব, শাফি, জুবেল, ইমরান, শুভ, স্বপন, নাঈমসহ অনেকেই বলেন- “রাফি খুব নম্র, ভদ্র বিনয়ী প্রকৃতির লোক ছিল। ছাত্র জীবনে চলাফেরার সময় কারো সাথে কোন দিন তার কোন ঝামেলার সৃষ্টি হয়নি। সর্বদা সবার সঙ্গে মিশে থাকতো সে। আজ সে আমাদের কাছ থেকে চলে গেছে এটা বিশ্বাস করতে খুব কষ্ট হচ্ছে। যারা একটি মেধাবী ছেলেকে হত্যা করেছে আমরা তাদের বিচার চাই। ব্যাপারে শ্রীমঙ্গল জি আর পি থানার ওসি জাহাঙ্গীর আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, “প্রাথমিকভাবে ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পোস্টমর্টের রিপোর্ট না পাওয়া পর্যন- বিষয়টি নিয়ে নিশ্চিত হওয়া যাচ্ছেনা। তার পরেও আমরা মোবাইলের কল লিস্টসহ বিভিন্নভাবে তথ্য উদঘাটনের চেষ্টা করছি।
প্রথম পাতা