নবীগঞ্জে ইউনিপে টু এর নাম করে টাকা হাতিয়ে নেওয়ায় প্রতারণা মামলায় মাইদুল এখন শ্রীঘরে!
তারিখ: ২৮-ফেব্রুয়ারী-২০১৩
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের আউশকান্দি এলাকার ইউনিপে টু এর পরিচালক মাইদুল হোসেন প্রতারণার মামলায় এখন শ্রীঘরে। জানা গেছে, নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের আমুকোনা গ্রামের মামদ হোসেনের পুত্র মাইদুল হোসেন আউশকান্দি মধ্য বাজারের মেঘনা ট্রেডার্স নামে একটি ব্যবসা প্রতিষ্টানের পাশাপাশি ইউনিপে টু এর একটি শাখা খুলে নিজেকে কোম্পানীর বৈধ পরিচালক বলে প্রচার চালায়। তার নিকট যত টাকা দেওয়া হবে সেই টাকায় দশ মাসে তার দ্বি-গুণ দেওয়া হবে আশ্বাসে খপ্পরে পড়ে একই গ্রামের মোবারক হোসেনের পুত্র মোক্তার হোসেন তালুকদার তার মাতা কুসুম বেগম স্ত্রী জেবা আক্তার জনের নামে তিনটি একাউন্টের মাধ্যমে  মাইদুলকে লাখ ৫০ হাজার টাকা দেয়। ওই টাকা ১০ মাস ফেরিয়ে গেলেও লাভ আসল না পাওয়ায় মোক্তার হোসেন তালুকদার অবশেষে হবিগঞ্জ কোর্টে মাইদুল হোসেনের বিরোদ্ধে একটি প্রতারণা মামলা দায়ের করেন। এরই পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার দুপুরে মাইদুল হোসেন আদালতে উপসি' হয়ে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ বিচারক তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।
প্রথম পাতা