নবীগঞ্জে প্রবাসী ভাইদের সাথে দলিল লিখক কবির হোসেন চৌধুরীর প্রতারণা
তারিখ: ২২-ডিসেম্বর-২০১৩
নবীগঞ্জ প্রতিনিধি ॥

নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের জন্তরী গ্রামের মৃত হাজী নানু মিয়া চৌধুরীর পুত্র নবীগঞ্জ এস আর অফিসের দলিল লিখক কবির হোসেন চৌধুরীর বিরোদ্ধে তার আপন ২ ভাইয়ের সাথে প্রতারণার খবর পাওয়া গেছে। চতুর কবির তাদের ৩ ভাইয়ের নামে ত্র“য়কৃত একটি জায়গার দলিলে তার ২ ভাইয়ের পিতার নামের জায়গায় তাদের চাচার নাম বসিয়ে তার পিতার নাম ঠিক রেখে শহরের গুরুত্বপূর্ণ উপজেলা পরিষদের সামনের প্রায় অর্ধ কোটি টাকা মূল্যের পৌনে ৭ শতক জায়গা আত্বসাতের পায়তারা শুরু করেছে। এ নিয়ে শহরে ব্যাপক আলোচনা চলছে। জানা যায়, উপজেলার উল্লেখিত গ্রামের মৃত নানু মিয়া চৌধুরী ৩ পুত্র ও ৫ কন্যা রেখে মারা যান। একান্নবর্তী এ পরিবারের ৩ ভাইয়ের মধ্যে হান্নান মিয়া চৌধুরী ও মন্নান মিয়া চৌধুরী বর্তমানে যুক্তরাজ্য প্রবাসী। আর কবির হোসেন চৌধুরী দেশে বসবাস করছেন। ২০০০ইং সালে হান্নান মিয়া চৌধুরী ও মন্নান মিয়া চৌধুরীর প্রেরিত অর্থে কবির হোসেন চৌধুরী হালিতলা মৌজার সাবেক ৮৭ হাল ৯০ নং খতিয়ানের সাবেক ৩৫৪ হাল ৫৩৭ নং দাগে নবীগঞ্জ উপজেলার গন্ধ্যা গ্রামের ইয়াদ উল্লাহ গং ৫ জনের কাছ থেকে ৪২৫৬/২০০০ইং নং রেজিষ্ট্রি দলিল মূলে পৌনে ৪ শতক ও ইনাতগঞ্জ ইউনিয়নের বুরহানপুর গ্রামের মোঃ কালাই মিয়া চৌধুরীর পুত্র মোঃ মফজ্জিল হক চৌধুরীর কাছ থেকে ৩২৫০/২০০১ইং নং রেজিষ্ট্রি দলিল মূলে ৩ শতক ভূমি ৩ ভাইয়ের নামে ত্র“য় করেন। চলমান সেটেলমেন্ট জরিপের সময়ও তাদের ৩ ভাইয়ের নামে সমান অংশে উল্লেখিত পরিমান ভূমি রেকর্ডভুক্ত হয়। আপন ভাইকে বিশ্বাস করে প্রবাসী ২ ভাই কোন দিন দলিল কিংবা পরচা পড়ে দেখেননি। সম্প্রতি কবির  হোসেন চৌধুরী হুমকি দিয়ে প্রবাসী ভাইদের জানায়, উল্লেখিত জায়গা সে তার স্ত্রীর নামে ক্রয় করেছে। তখন হান্নান মিয়া চৌধুরী দলিল পড়ে দেখতে পান তাদের ২ ভাইয়ের পিতার নামের জায়গায় তাদের চাচার নাম দেয়া হয়েছে। হান্নান মিয়া চৌধুরীর সাথে কবির মিয়া প্রতারণা করার কারণে তারা তাদের অংশের জায়গা গত ২৩-০৬-২০১৩ইং তারিখে ১১৯৮/২০১৩নং নামজারি মামলার মাধ্যমে নাম খারিজ করে নেন। কিন্তু চতুর কবির মিয়া প্রবাসী ২ ভাইয়ের অনুপস্থিতে তার স্ত্রী নাসিমা আক্তার খানের নামে ৩৯৯৯/২০১২নং রেজিষ্ট্রি দলিলে ৫ শতক ভূমি ত্র“য় করে ৬ শতক ভূমি নামজারি করে নেয়। বর্তমানে কবির হোসেন চৌধুরী হান্নান মিয়া চৌধুরী ও মন্নান মিয়া চৌধুরীর নামজারি বাতিলের জন্য সহকারী কমিশনার (ভূমি) বরাবরে আবেদন করেছে। ঘটনাটি নিয়ে শহরে চলছে নানা আলোচনা। এ ছাড়া বর্তমানে কবির মিয়া চৌধুরী তাদের যৌথ জায়গা বন্ধকসহ বাড়িঘরের গাছ গাছালি কেটে অবাধে বিক্রি করে চলছে। দলিল লিখক হিসাবে আপন ভাইদের সাথে যে ব্যাক্তি এরকম প্রতারণা করতে পারে সেই ব্যাক্তি ধারা সাধারন মানুষের ক্ষতির চিন্তা করে অভিজ্ঞ মহল তার লাইসেন্স বাতিলের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন।

প্রথম পাতা