শহরের বিশিষ্ট ব্যবসায়ী এংরাজ শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত
তারিখ: ২২-ডিসেম্বর-২০১৩
স্টাফ রিপোর্টার ॥

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় দুইটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে হবিগঞ্জ শহরের চৌধুরীবাজার এলাকার বিশিষ্ট ব্যবসায়ী, উমেদনগর এলাকার বাসিন্দা আব্দুল খালেক এংরাজ (৬০) নিহত ও অপর ৩ যাত্রী আহত হয়েছেন। আহতদের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়কের মধ্যবর্তী লাউয়াছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, দুপুরে একটি সিএনজি চালিত অটোরিকশা কমলগঞ্জ উপজেলা বাজার থেকে শ্রীমঙ্গলের দিকে যাচ্ছিল। পথে লাউয়াছড়া এলাকায় অন্য একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটলে আব্দুল খালেক এংরাজসহ ৪ যাত্রী আহত হন। তাদের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে দায়িত্বরত চিকিৎসক আব্দুল খালেক এংরাজকে মৃত ঘোষণা করেন। এদিকে এংরাজের লাশ হবিগঞ্জে নিয়ে আসলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। শেষ বারের মতো তাকে একনজর দেখতে তার বাড়ীতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ ব্যবসায়ীরা ভীড় জমান। অনেকেই তখন কান্নায় ভেঙ্গে পড়েন। আসরের নামাজের পর মরহুমের প্রথম জানাজার নামাজ হবিগঞ্জ চৌধুরী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে ও ২য় জানাজার নামাজ মরহুমের নিজবাড়ী উমেদনগর গ্রামে অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে হবিগঞ্জ পৌর সভা মেয়র আলহাজ্ব জিকে গউছ, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, হবিগঞ্জ জেলা সভাপতি আলহাজ্ব আতিকুর রহমান আতিক, হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব রইছ মিয়া, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইসলাম তরফদার তনু, ডাঃ আহমদুর রহমান আব্দাল, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক জালাল উদ্দিন খাঁন, মীর জিয়াউল হক জিয়া, জেলা যুবদলের সভাপতি আজিজুর রহমান কাজল, সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ, জেলা ছাত্রদল সভাপতি তাজুল ইসলাম ফরিদ, জেলা ছাত্র সমাজ সভাপতি মোস্তাফিজুর রহমান ময়না, বার সর্দার সোনা মিয়া, পৌর কাউন্সিলর আবুল হাসিম, ছাত্রদল নেতা শেখ মখলিছ মিয়াসহ এলাকার বিশিষ্ট মুরুব্বীয়ান ও ব্যবসায়ীবৃন্দ অংশ নেন।

পৌর মেয়র আলহাজ্ব জি কে গউছের শোক প্রকাশ

স্টাফ রিপোর্টার ॥ সড়ক দুর্ঘটনায় হবিগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল খালেক এংরাজ মিয়া নিহত হওয়ায় গভীর শোক প্রকাশ করেছেন পৌর মেয়র আলহাজ্ব জি কে গউছ। গতকাল সংবাদপত্রে প্রেরিত এক শোক বার্তায় মেয়র জি কে গউছ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এদিকে অপর এক বার্তায় বিশিষ্ট সাহিত্যিক, গবেষক ও সিলেট ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক সৈয়দ মোস্তফা কামালের মৃত্যুতে শোক প্রকাশ করেন মেয়র জি কে গউছ।

প্রথম পাতা