হবিগঞ্জ পৌর এলাকায় টিকা দিবসের উদ্বোধন করলেন মেয়র জি, কে গউছ
তারিখ: ২২-ডিসেম্বর-২০১৩
স্টাফ রিপোর্টার ॥

সারাদেশের ন্যায় হবিগঞ্জ পৌরসভায় পালিত হয়েছে ২১তম জাতীয় টিকা দিবস। গতকাল শনিবার শহরের চন্দ্রনাথ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে টিকা দিবসের উদ্বোধন করেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি, কে গউছ। হবিগঞ্জ পৌর এলাকার ৯টি ওয়ার্ডের ৪০টি কেন্দ্রে শূন্য থেকে ৫৯ মাস বয়সী শিশুদের পোলিও টিকা খাওয়ানো হয়। হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি, কে গউছ টিকা দিবসের উদ্বোধনের পর পৌর এলাকার বিভিন্ন কেন্দ্রে টিকাদান কর্মসুচীর কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তার সাথে ছিলেন পৌরসভার স্যানেটারী ইন্সপেক্টর অবনী কুমার দাস, হবিগঞ্জ পৌরকর্মচারী সংসদের সভাপতি সিদ্ধার্থ বিশ্বাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীগণ। এ দিবসে হবিগঞ্জ পৌর এলাকার ৭,৩৫৮ জন শিশুকে পোলিও টিকা খাওয়ানো হয়। ২২ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত বাদ পড়া শিশুদের পোলিও টিকা খাওয়ানো হবে বলে জনিয়েছেন পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর। হবিগঞ্জ জেলার ১ হাজার ৯শ ৯৭ টি কেন্দ্রে একযোগে এ টিকা খাওয়ানো হয়েছে। এ কর্মসুচীতে কাজ করেছে ভ্রাম্যমান ২৭টি টিম।

প্রথম পাতা