উচাইল গ্রামের প্রেমিক যুগল পালিয়ে বিয়ে করেও রক্ষা পেল না ॥ পুলিশের হাতে আটক
তারিখ: ২২-ডিসেম্বর-২০১৩
স্টাফ রিপোর্টার ॥

হবিগঞ্জ সদর উপজেলার আষেঢ়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রী পালিয়ে গিয়ে বিয়ে করেও ঘর বাঁধতে পারলনা। পুলিশ প্রেমিক যুগলকে আটক করেছে। জানা যায়, উপজেলার উচাইল গ্রামের নজরুল ইসলামের মেয়ে আষেঢ়া উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী শারমিন আক্তার (১৫) এর সাথে পরিচয় হয় উচাইল শংকরপাশা গ্রামের শফিকুর রহমানের পুত্র ওই স্কুলের দশম শ্রেণীর ছাত্র আপেল আহমেদ রিয়াজ (১৬) এর। একই স্কুলে পড়ার সুবাদে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। কিন্তু রিয়াজ গরীব হওয়ায় তাদের এই প্রেম শারমিনের পরিবার মেনে নেয়নি। বিষয়টি জানাজানি হয়ে পড়লে প্রেমিক যুগল সম্প্রতি অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়। পরে মৌলভীবাজার কোর্টে এফিডেভিটের মাধ্যমে তারা বিয়ে হয়। এক পর্যায়ে রিয়াজের পরিবার পুত্র ও পুত্রবধুকে বাড়িতে নিয়ে আসে। গতকাল শনিবার সন্ধ্যায় সদর থানার এসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ শংকরপাশা গ্রামে অভিযান চালিয়ে প্রেমিক যুগলকে আটক করে থানায় নিয়ে আসে। এব্যাপারে শারমিনের মা তহুরা বেগম বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। এ ব্যাপারে এসআই আনোয়ার হোসেন জানান,  রবিবার ভিকটিমের ডাক্তারী পরীক্ষা শেষে প্রেমিক যুগলকে কোর্টে প্রেরণ করা হবে। এ ঘটনায় এলাকায় তোলপাড় চলছে।

প্রথম পাতা