হবিগঞ্জ সরকারি ও বিকেজিসি বালিকা বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষা সম্পন্ন ॥ ২৫৪ আসনের বিপরীতে পরীক্ষার্থী ১৩৮৬
তারিখ: ২২-ডিসেম্বর-২০১৩
ফয়সল চৌধুরী/আব্দুর রউফ সেলিম ॥

হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে ৬ষ্ঠ শ্রেণীর ভর্তি যুদ্ধ। ২টি বিদ্যালয়ে ২শ ৫৪টি আসনের বিপরীতে ১ হাজার ৪শ ১৮জন পরীক্ষার্থী অংশ নেয়ার কথা থাকলেও অনুপস্থিত ছিল ৩২ জন। এর মধ্যে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে ২০ জন ও বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ১২ জন অনুপস্থিত ছিল। সকাল ১০টা থেকে শুরু করে ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের দুই শিপ্টে ১শ ২৮টি আসনের বিপরীতে ৭শ ৩০ জন পরীক্ষার্থী এবং বিকেজিসি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ২ শিপ্টে ১শ ২৮টি আসনের বিপরীতে ৬শ ৫৬জন পরীক্ষায় অংশগ্রহণ করে। হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে ও বিকেজিসি সরকারি বালিকা উচচ বিদ্যালয়ে সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ২টি বিদ্যালয়েই ছিল অভিভাবকদের উপচে পড়া ভীড়। দুটি বিদ্যালয়ই পরিদর্শন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি মোহাম্মদ আব্দুর রউফ, এডিসি রেভিনিউ সুলতান আলম, জেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেজু্যঁতি ধর। গতকাল শনিবার রাত ১১টায় পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব মোঃ গফ্ফার আহমেদ হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে  ও বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আমিনা খাতুন নিজ নিজ স্কুলের ফলাফল ঘোষণা করেন। জানা যায়- হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের সর্বোচ্চ সাড়ে ৮৭ ও সর্বনিম্ন ৫৯ নম্বর ও বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সর্বোচ্চ সাড়ে ৯০ ও সর্বনিম্ন ৫৯ নম্বরধারীরা ভর্তির সুযোগ পেয়েছে। আরও জানা যায়, ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের আগামী ৭ ও ৮ জানুয়ারী প্রশংসাপত্র ও প্রবেশপত্র দেখানো সাপেক্ষে ফরম বিতরণ ১১ ও ১২ জানুয়ারি ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে।

প্রথম পাতা