পইল গ্রামে বর্গাচাষী কৃষক আব্দুল হাই প্রতিপক্ষের হামলায় আহত
তারিখ: ২২-ডিসেম্বর-২০১৩
স্টাফ রিপোর্টার ॥

হবিগঞ্জ সদর উপজেলার পইল গ্রামের গোলারডুপি হাওরে আব্দুল হাই নামের এক বর্গা চাষী কৃষক প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছেন। তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আব্দুল হাই’র বাড়ি নাজিরপুর গ্রামে। সে পইল মোল্লাবাড়ির আলহাজ্জ মাসুদুল হাসান তপনের একটি জমি বর্গা নিয়ে চাষাবাদ করতে গেলে পইল পশ্চিম পাড়া গ্রামের আইয়ূব আলীর নেতৃত্বে হামলার শিকার হয়। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। হাওরের কৃষকরা মুমূর্ষু অবস্থায় আব্দুল হাইকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। আব্দুল হাইয়ের পিঠে, পেটে ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এ ব্যাপারে জমির মালিক আলহাজ্জ মাসুদুল হাসান তপন বাদী হয়ে আইয়ূব আলীসহ ৬ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা ও গুরুতর জখমের অভিযোগে মামলা দায়ের করেছেন। এ ঘটনায় পইল মোল্লা বাড়ি, পইল পশ্চিম পাড়া ও নাজিরপুর গ্রামবাসীর মাঝে উত্তেজনা বিরাজ করছে।

প্রথম পাতা