রতনপুরের বাতাসারে এএসপি মোজাম্মেল হককে সংবর্ধনা দিয়েছে মানবাধিকার সংস্থা
তারিখ: ১৬-সেপ্টেম্বর-২০১৪
স্টাফ রিপোর্টার ॥

হবিগঞ্জ সদর উপজেলার রতনপুরের বাতাসারে সহকারী পুলিশ সুপার (দক্ষিন) মোজাম্মেল হককে বিদায়ী সংবর্ধনা দিয়েছে মানবাধিকার সংস্থা। গতকাল সোমবার বিকেল ৫টায় ওই এলাকায় অবস্থিত নির্মাণ ব্রিক্স ফিল্ড সংলগ্ন সংস্থার জেলা কার্যালয়ে এ সংবর্ধনা দেয়া হয়। সংস্থার বিভাগীয় প্রধান মোঃ নুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায়ী সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত ব্যক্তিত্ব সহকারী পুলিশ সুপার (দক্ষিন) মোজাম্মেল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিজামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মাস্টার জুবেদ আলী ও ইউপি সদস্য মোঃ আব্দুর রউফ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সদস্য হাজী ডাঃ শেখ সাইফুদ্দিন আল ক্বারী। এ ছাড়াও অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার সদস্য নাজমা বেগম, হেলেনা আক্তার, রুনা আক্তার প্রমূখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংবর্ধিত ব্যক্তিত্ব  এএসপি মোজাম্মেল হক বলেন, এখানে যতদিন ছিলাম চেষ্টা করেছি হবিগঞ্জবাসীকে আন্তরিক সেবা দেয়ার। এমন কোন রাত নেই, যে রাতে আমি ২টার পূর্বে ঘুমিয়েছি”। তিনি বলেন, দায়িত্ব পালন করতে গিয়ে অনেক রক্ত ঝরেছে আমার। কিন্তু তারপরও বিভিন্ন সীমাবদ্ধতার কারণে কাঙ্খিত সেবা দিতে পারিনি। এ জন্য আমি হবিগঞ্জবাসীর কাছে দুঃখ প্রকাশ করছি।

প্রথম পাতা
শেষ পাতা