লাউ চাষে শাবানা বেগমের সাফল্য
তারিখ: ২৭-ডিসেম্বর-২০১৪
প্রেস বিজ্ঞপ্তি ॥

হাওর অঞ্চলের মানুষের উন্নয়নের লক্ষ্যে ব্র্যাক বানিয়াচং উপজেলায় সমন্বিত কর্মসূচি চালু করে। এ কর্মসূচির মধ্যে অন্যতম হচ্ছে সামাজিক ক্ষমতায়ন। ইকরাম এলাকা অফিসের আওয়তায় ২০১৩ সালের ১০ জুলাই ইকরাম গ্রামের সৈতনপুর হাটিতে সুবিধাবঞ্চিত এবং অধিকার বঞ্চিত অবহেলিত নারীদের নিয়ে একটি পল্লী সমাজ গঠন করা হয়। মাসিক সভায় তাদেরকে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। ব্র্যাক তাদেরকে কি ধরণের সুযোগ সুবিধা দিয়ে থাকে সেসব বিষয়ে আলোচনা করা হয়। ব্র্যাক ছাড়াও বিভিন্ন সরকারী বেসরকারী সংস্থা থেকে তারা কিভাবে সেবা অথবা সুযোগ-সুবিধা পেতে পারে সেসব বিষয় ও আলোচনা করা হয়। ইকরাম সৈতনপুর হাটি পল্লী সমাজের একজন নির্বাহী সদস্য  শাবানা বেগম। তিনি ব্র্যাক থেকে স্বাস্থ্য সম্মত পায়খানা পেয়েছেন। মাসিক সভায় তিনি বিভিন্ন বিষয় মনযোগ দিয়ে শুনতেন। মাসিক সভায় অংশ গ্রহণের মাধ্যমে তিনি জানতে পারেন যে, এলজিইডি থেকে বিভিন্ন  ধরনের সুযোগ-সুবিধা পাওয়া যায়। পরবর্তীতে তিনি এলজিইডি থেকে লাউয়ের বীজ সংগ্রহ করে ভাদ্র মাসে জমিতে রোপন করেন। বর্তমানে লাউগুলো অনেক বড় হয়েছে। এবং কিছু কিছু লাউ তার স্বামীর মাধ্যমে বাজারে বিক্রি করে আর্থিক ভাবে সাবলম্বি হয়েছে। লাউ চাষ ছাড়াও তিনি পাতাকপি, ফুল কপি, কাচা মরিচ ও টমেটো বীজের চারা এলজিইজিডি থেকে সংগ্রহ করে রোপণ করেছেন। এবং সেখান থেকেও কিছু আয় করতে পারেন বলে স্বপ্ন দেখছেন। শাবানার সংসার হাসি-খুশি আর বেলী নামে ৩ মেয়ে রছে। তাদের মধ্যে হাঁসিকে ইকরাম প্রাথমিক বিদ্যালয়ে শিশু শ্রেনীতে ভর্তি করেছেন। এখন তার সংসারে স্বচ্ছলতা ফিরে পেয়েছে।

প্রথম পাতা