শিক্ষাবিদ ও জেলা স্কুল পরিদর্শক মরহুম আব্দুল হান্নান চৌধুরীর ৭ম মৃত্যুবার্ষিকী
তারিখ: ২৭-ডিসেম্বর-২০১৪
প্রেস বিজ্ঞপ্তি ॥

বিশিষ্ট শিক্ষাবিদ ও জেলা স্কুল পরিদর্শক মরহুম আব্দুল হান্নান চৌধুরী ১৯২১ সনে হবিগঞ্জের দরিয়াপুরে জন্মগ্রহণ করেন। তার পিতা ডাঃ আব্দুল মান্নান চৌধুরী স্বদেশী আন্দোলনের নেতা ছিলেন। তিনি ১৯২১ সালে মারা যান। আব্দুল হান্নান চৌধুরী ১৯৩৯ সনে করিমগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় হইতে এন্টার্ন্স এ ডিস্টিংসন পান। ১৯৪১ সনে রাজশাহী সরকারী কলেজ থেকে আইএ এবং ১৯৪৩ সনে চট্টগ্রাম সরকারী কলেজ থেকে বিএ পাস করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাসে এমএ পড়েন। পরবর্তীতে ২য় বিশ্বযুদ্ধে আসামের পাথারকান্দি এয়ারপোর্টে ব্রিটিশ বিমান বাহিনীতে এরোড্রাম অফিসারের চাকুরী করেন। পরবর্তীতে ভাঙ্গায় সাব-রেজিস্ট্রার, হালিয়কান্দিতে শিক্ষকতা ও আসাম সিভিল সার্ভিস পরীক্ষায় পাস করেন। দেশ বিভাগের পরবর্তীতে মৌলভীবাজার সরকারী স্কুল ও হবিগঞ্জ সরকারী স্কুলে চাকুরী করেন। সিলেট, হবিগঞ্জ, বগুড়া, চট্টগ্রামে মহকুমা ও জেলা শিক্ষা কর্মকর্তা হিসাবে চাকুরী করেন। পরবর্তীতে হবিগঞ্জ হাই স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্বও পালন করেন। তার ৫ ছেলে ও ২ মেয়ে। ৩ ছেলে ও ২ মেয়ে যুক্তরাষ্ট্রে, ১ জন সুইডেনে বসবাসরত। দেশে বসবাসরত একমাত্র মেজো পুত্র আব্দুল হাছিব চৌধুরী বর্তমানে গণফোরামের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। আব্দুল হান্নানের নিজ গ্রাম দরিয়াপুরে ও হবিগঞ্জ জেকে হাই স্কুলের মসজিদে মিলাদ ও দোয়া করা হবে। তার ছেলে সবার কাছে পিতার রুহের শান্তির জন্য দোয়া প্রার্থী।

প্রথম পাতা