ঢাকায় ৩শ ফুট গভীরে পরে যাওয়া শিশুটিকে উদ্ধারে অভিযান চলছে
তারিখ: ২৭-ডিসেম্বর-২০১৪
স্টাফ রিপোর্টার ॥

গভীর পাইপের ভেতরে পডে যাওয়া শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিস কর্মীরা। শুক্রবার বিকেলে রাজধানীর শাহজাহানপুর বালুর মাঠে খেলার সময় তিনশ' ফুট গভীর একটি পানির পাইপে পরে যায় শিশুটি। তবে এর গভীরতা আরও বেশি হতে পারে বলেও জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। প্রথমে স্থানীয়রা শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালালেও তারা ব্যর্থ হয়। পরে সন্ধ্যা ৭টার দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার অভিযান শুরু করে। শিশুটি এখনও বেঁচে আছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। ছেলেটির নাম জিহাদ ওরফে রুবেল বলে জানিয়েছেন তার বাবা নাসির উদ্দিন। তারা রেলওয়ে কলোনিতেই থাকেন। উৎসুক জনতার প্রচন্ড ভিড়ে সেখানে উদ্ধার অভিযান চালাতে হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্টদের।

ফায়ার সার্ভিসের ঢাকা অঞ্চলের সহকারী পরিচালক রফিকুল ইসলাম জানান, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে খেলতে গিয়ে শিশু জিহাদ শাহজাহানপুর কলোনির খেলার মাঠে ওয়াসার পরিত্যক্ত ওই পাইপের গভীরে পড়ে যায়। প্রথমে স্থানীয়রা উদ্ধারের চেষ্টা চালালেও সন্ধ্যা সাতটার দিকে ফায়ার সার্ভিস কর্মীরা শিশুটিকে উদ্ধার অভিযান শুরু করেন। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, বিশেষ প্রক্রিয়ায় পাইপের ভেতরে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। শিশুটিকে ইতোমধ্যে খাওয়ার জন্য জুস দেওয়া হয়েছে। শিশুটির তাদের সঙ্গে সাড়াও দিয়েছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে শিশুটি দুর্বল হয়ে আসছে বলেও জানান তারা।রাত আড়াইটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার অভিযান চলছিল।

প্রথম পাতা