পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশের রাবার বুলেট ॥ গুলিবিদ্ধ একজনকে ঢাকায় প্রেরন ॥ মোহনপুর ও সুলতান মাহমুদপুরের মধ্যে সংঘর্ষে অর্ধশতাধিক আহত
তারিখ: ২৭-ডিসেম্বর-২০১৪
স্টাফ রিপোর্টার ॥

হবিগঞ্জ শহরের সুলতান মাহমুদপুর ও মোহনপুর গ্রামে জমি দখল নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে পুলিশসহ অর্ধশতাধিক আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ১০ জনেক হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ সময় ওইসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, মোহনপুরে বসবাসকারী আব্দুল কাইয়ূমের সাথে সুলতান মাহমুদ গ্রামের বাচ্চু মিয়ার জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল দীর্ঘদিন যাবত। এরই জের ধরে গতকাল শুক্রবার আব্দুল কাইয়ূম তার ক্রয়কৃত জায়গায় বাশ দিয়ে সীমানা নির্ধারণ করার জন্য বেড়া দিতে গেলে বাচ্চু মিয়াসহ একদল লোক বাঁধা দেয়। এসময় উভয় পক্ষের লোকজনের মধ্যে বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে দু’পক্ষ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় এক পক্ষ অপর পক্ষকে ধাওয়া করে। ঘন্টাব্যাপী সংঘর্ষে এলাকা রনক্ষেত্রে পরিনত হয়। বন্ধ হয়ে যায় যান চলাচল। খবর পেয়ে হবিগঞ্জ সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে ১৬ রাউন্ড টিয়ারসেল ও ৪ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন। এসময় পুলিশসহ অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হয়। গুরুতর আহত  অবস্থায় আব্দুল কাইয়ূম (৩০), হৃদয় (২২), রিয়াদ (২৩), কাউছার (২২), সালেহ আহমেদ (২৮), জসীম উদ্দিন (২২) ও নাহিদ (২০)সহ ১০ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে এবং আল আমিন (২০) কে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনার পর থেকেই উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় আবারও সংঘর্ষের আশংকা করছে এলাকাবাসী। এ ব্যাপারে সদর থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, জায়গা সংক্রান্ত বিরোধের জের হিসেবে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

প্রথম পাতা