আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে অপহৃতা ফারহানা আক্তার
তারিখ: ২৭-ডিসেম্বর-২০১৪
স্টাফ রিপোর্টার ॥

বিকেজিসি সরকারী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী অপহৃতা ফারহানা আক্তার দৃষ্টি ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দিয়েছে। গতকাল শুক্রবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট রশিদ আহমেদ মিলনের আদালতে সে জবানবন্দি দেয়। জবানবন্দিতে ফারহানা আক্তার দৃষ্টি জানায়-বিগত ৩ মাসপূর্বে পিয়াস চৌধুরী তাকে মোবাইল ফোনে আজে-বাজে কথা বলে প্রেম নিবেদন করত। ফারহানা আক্তার দৃষ্টি এতে সাড়া না দেয়ায় তাকে রাস্তা-ঘাটে উত্যক্ত করত। এ কারণে পাড়ার লোকজন পিয়াস চৌধুরীকে মারধোর করে। এরই প্রেক্ষিতে গত ১৫ ডিসেম্বর বিকেল ৪টায় শহরের স্টেডিয়াম রোড হতে পিয়াস চৌধুরী তার বন্ধু -বান্ধবদের নিয়ে বকশি গাড়িতে করে অপহরণ করে ফারহানা আক্তার দৃষ্টিকে। পরে হবিগঞ্জ সদর থানা পুলিশ কক্সবাজার পুলিশের সহযোগিতায় পিয়াস চৌধুরীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

প্রথম পাতা