যুব-সংবর্ধনা সফল করতে জেলা যুবলীগের প্রচার মিছিল
তারিখ: ১৪-অক্টোবর-২০১৫
প্রেস বিজ্ঞপ্তি ॥

হবিগঞ্জের উন্নয়নের রূপকার মেডিকেল কলেজ ও বলভদ্র ব্রীজ হয়ে লাখাই সরাইল আঞ্চলিক মহাসড়কের মুল উদ্যোক্তা, বৃন্দাবন কলেজে মাষ্টার্স কোর্স সহ কোটি কোটি টাকার উন্নয়মুলক কাজ যার নেতৃত্বে হয়েছে হবিগঞ্জ লাখাই থেকে বাবার নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ আবু জাহির এর আগামী ১৫ অক্টোবর হবিগঞ্জ পৌর মাঠে বিকেল ৩টায় অনুষ্ঠিতব্য যুব সংবর্ধনা সফল ও সার্থক করার লক্ষ্যে এক বিরাট প্রচার মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বেবীস্ট্যান্ড মোড়ে এক পথসভায় মিলিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাধারন সম্পাদক মোঃ বোরহান উদ্দিন চৌধুরী। অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শাহ মোঃ আরজু, মিজানুর রহমান শামীম, আব্দুল মালেক, নুরুল আমিন, হাজী শামসু, আব্দুর রউফ মাসুক, বিপ্লব রায় চৌধুরী, আব্দুল হাকিম, মোতাহের হোসেন রিজু, বিপুল রায়, আলম মিয়া, শফিকুজ্জামান হিরাজ, তাজউদ্দিন আহমেদ, শেখ আনিসুজ্জামান, বদরুল আলম, মইনউদ্দিন চৌধুরী, ইকবাল খান, আব্দুর রকিব রনি প্রমুখসহ জেলা পৌর ও ওয়ার্ডের শতাধিক নেতৃবৃন্দ। জেলা সাধারন সম্পাদক তার বক্তব্যে আগামী ১৫ অক্টোবরের যুব-সংবর্ধনা সফল করতে প্রত্যেক নেতাকর্মীকে সক্রিয় থাকতে আহবান জানান।

প্রথম পাতা