জেলা ছাত্রলীগ নেতা রাজুর উপর দুর্বৃত্তদের হামলা ॥ সড়ক অবরোধ
তারিখ: ১৪-অক্টোবর-২০১৫
স্টাফ রিপোর্টার ॥

জেলা ছাত্রলীগ নেতা মুছা আহমেদ রাজু (২৮) এর উপর হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শহরের ইনাতাবাদ এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ব্যাপারে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে ছাত্রলীগের নেতাকর্মীরা সদর থানার সামনে সড়ক অবরোধ করে রাখে। পরে সদর থানার ওসি মোঃ নাজিম উদ্দিন হামলাকারীদের গ্রেফতারের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। জানা যায়, গতকাল সন্ধ্যা ৭ টায় জেলা ছাত্রলীগ নেতা মুসা আহমেদ রাজু তার প্রয়োজনীয় কাজে শহরের ইনাতাবাদ যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা দেন। পথিমধ্যে পূর্ব থেকে উৎ পেতে থাকা একদল দূর্বৃত্তরা তার উপর এলোপাতাড়িভাবে হামলা চালায়। এ সময় তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। জনতা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়। এ ব্যাপারে সদর থানার ওসি জানান, দুর্বৃত্তদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

প্রথম পাতা