আজমিরীগঞ্জ উপজেলা তরুণলীগের বদলপুর ইউনিয়ন শাখার সম্মেলন
তারিখ: ১৪-অক্টোবর-২০১৫
প্রেস বিজ্ঞপ্তি ॥

আজমিরীগঞ্জ উপজেলার বদলপুর ইউনিয়ন তরুণলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে বদলপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন বদলপুর ইউনিয়নের আহ্বায়ক সমীর চন্দ্র দাস। শিবু দাসের পরিচালনায় সম্মেলন উদ্বোধন করেন উপজেলা তরুণলীগের সভাপতি জাহিদ হাসান জীবন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা তরুণলীগের যুগ্ম আহ্বায়ক মমিনুল করিম জামি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হিরা লাল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক দীপেশ তালুকদার, সহ-সভাপতি কালীপদ দাস, উপজেলা      স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আশরাফুল ইসলাম মোবারুল, সাধারণ সম্পাদক সেন্টু মিয়া, সহ-সভাপতি আজাদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাকিল মাহমুদ মামুন, উপজেলা তরুণলীগের সাধারণ সম্পাদক রকিবুল হাসান,  সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, সহ-সভাপতি নিতু রঞ্জন গোপ, মোশাহিদ মিয়া, আওলাদ মিয়া, আইন বিষয়ক সম্পাদক মঞ্জু মিয়া, পৌর তরুণলীগের সভাপতি আরিফ সাদিক, সাধারণ সম্পাদক রিংকু মিয়া, সাংগঠনিক সম্পাদক জমশেদ মিয়া ও বিশাল, শিবপাশা ইউপি তরুণলীগের যুগ্ম আহবায়ক মহিবুর চৌধুরী, মোরসালিম প্রমুখ।

সম্মেলনে ২নং বদলপুর ইউনিয়ন তরুণলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। সভাপতি পদে সমীর চন্দ্র দাস, সহ-সভাপতি প্রাণকৃষ্ণ দাস, সাধারন সম্পাদক সরনিন্দু শিবু দাস, যুগ্ম সাধারণ সম্পাদক কালী কৃষ্ণ দাস, সাংগঠনিক সম্পাদক প্রণব চন্দ্র সরকার ও জয়দুল হাসানসহ ৫১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়।

প্রথম পাতা