বানিয়াচঙ্গে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় বখাটে মামুনের বিরুদ্ধে বানিয়াচং থানায় লিখিত অভিযোগ দেয়ায় ডা.ইলিয়াছ একাডেমির প্রধান শিক্ষক আব্দুল মোছাব্বির এর বাড়িতে সন্ত্রাসী মামলার প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠেছে শিক্ষক ও শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা ক্লাস বর্জন করেছেন। অনতিবিলম্বে বখাটে মামুন ও তার আত্মীয়-স্বজনদের গ্রেফতারের দাবি জানিয়েছে। এর পূর্বে গত সোমবার প্রতিবাদ সমাবেশে আসামীদের ধরতে প্রশাসনকে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেয়া হয়। কিন্তু এখন পর্যন্ত পুলিশ কোন আসামীকে ধরতে পারেনি। এদিকে, ন্যাক্কারজনক এ ঘটনাটি নিয়ে ফেসবুক, টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। যোগাযোগ মাধ্যমগুলোতে স্কুলছাত্রীকে শ্লীলতাহানি ও প্রধান শিক্ষকের উপর হামলাকারীদের বিচারের আওতায় আনার দাবী জানানো হচ্ছে। এর পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীরও ব্যাপক সমালোচনা চলছে। উল্লেখ্য, গত রবিবার সকালে স্কুলে আসার পথে ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতাহানি করে বানিয়াচং প্রথমরেখ এলাকার মখলিছ মিয়ার পুত্র মামুন মিয়া। এ ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মোছাব্বির বানিয়াচং থানায় লিখিত অভিযোগ করলে মামুনের আত্মীয়-স্বজনরা ক্ষিপ্ত হয়ে শিক্ষকের বাড়িতে অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এতে প্রধান শিক্ষক ও তার স্ত্রী গুরুতর জখম হন।