বাহুবলে প্রতিপক্ষকে ফাঁসাতে নাটকীয়তা ॥ এলাকায় তোলপাড়
তারিখ: ১৪-অক্টোবর-২০১৫
বাহুবল প্রতিনিধি ॥

বাহুবলে গভীর রাতে আলেমা খাতুন (৬০) নামে এক বৃদ্ধা মহিলাকে মারধরের নাটকীয়তার ঘটনা নিয়ে এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে জনমনে দেখা দিয়েছে নানা প্রশ্ন। প্রতিপক্ষকে ফাসানোর জন্যই এ মিথ্যা মারধোরের অভিযোগ এনে এক চরম নাটকীয়তা করা হয়েছে বলে অনেকে মন্তব্য করেন। বিষয়টি নিয়ে র্পাশ^বর্তী বাড়ির বাসিন্দারাও অবগত নয় বলে জানা গেছে। জানা যায়, গত ১২ অক্টোবর রাতে উপজেলার গোহারুয়া গ্রামের মৃত সনা মিয়ার বৃদ্ধা স্ত্রী আলেমা খাতুনকে মারধোর করা হয়েছে বলে এমন খবর ছড়িয়ে দিয়ে ওই মহিলাকে বাহুবল হাসপাতালে ভর্তি করেন তার স্বজনরা। এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। দেখা দেয় নানা আলোচনা ও সমালোচনা। একটি সূত্র জানায়, আলেমা খাতুনের পুত্র রহমত আলী ও একই গ্রামের সিদ্দীক আলীর লোকজনের মধ্য দীর্ঘদিন যাবত বিরোধ থাকায় মামলা মোকদ্দমা চলছে। এর জের ধরেই আলেমা খাতুনকে মারধোর করা হয়েছে বলে রহমত আলীর লোকজন তার প্রতিপক্ষ সিদ্দীক আলীর লোকজনকে হয়রানী করার জন্য এ নাটকীয়তা সাজাতে পারে বলেও মন্তব্য করেন।

প্রথম পাতা