বাহুবলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী আমিনীকে ফুল দিয়ে বরণ
তারিখ: ১৪-অক্টোবর-২০১৫
বাহুবল প্রতিনিধি ॥

বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মোহাম্মদ আলী আমিনী ১নং স্নানঘাট ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোনিত হয়ে দায়িত্ব পালন করায় জেলা ও উপজেলা যুবলীগের নেতা কর্মীরা ফুল দিয়ে বরণ করে নিয়েছেন। গত ১২ অক্টোবর বিকেল ৩টায় উপজেলার যুবলীগের আয়োজিত এক প্রস্তুতি সভায় ফুলেল তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, জেলা যুবলীগ নেতা এস এম আঃ রউফ মাসুক, ফেরদৌস আহমেদ, পৌর সভার সভাপতি সফিকুজ্জামান হিরাজ, সহ-সভাপতি ডাঃ পিন্টু আচার্য্যে, বাহুবল উপজেলা যুবলীগের সভাপতি অলিউর রহমান অলি, মনির খান, আলাউদ্দিন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মুজাহিদ মিয়া, যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ূম ও ফেরদৌস আলম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন ইউসুফ, মেম্বার জামাল হোসেন আলাল, হাবিবুর রহমান বিল্লাত, মিনহাজ চৌধুরী, কৃষকলীগ সভাপতি মুখলিছুর রহমান, সাধারণ সোহেল আহমেদ, ফজলে এলাহী লুলু, মেম্বার সিরাজুল ইসলাম, রেজাউল চৌধুরী, ডাঃ হারুনুর রশিদ, রেজাউল কবির, মুহিত মিয়া, সাইফুল ইসলাম, শামীম আহমেদ, হাবিব, গিয়াস, আব্দুল হাই প্রমুখ।

প্রথম পাতা