মাধবপুরের শ্রেষ্ঠ ইউপি সদস্য সৈলেন সরকার
তারিখ: ১৪-অক্টোবর-২০১৫
মাধবপুর প্রতিনিধি ॥

মাধবপুরে সমাজ সেবায় শ্রেষ্ঠ ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন আন্দিউড়া ইউপির সৈলেন সরকার। সামাজিক সংগঠন মানব জীবনের উদ্যোগে মাদক মুক্ত সমাজ গঠনে জনপ্রতিনিধিদের ভূমিকা শীর্ষক আলোচনা ও সম্মাননা-২০১৫ প্রদান উপলক্ষে ঢাকার শাহবাগ কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সৈলেন সরকারকে শ্রেষ্ঠ ইউপি সদস্য হিসেবে ঘোষনা করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের ১ম চেয়ারম্যান বিচারপতি মোঃ আমিররুল কবির চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব শহিদুল্লাহ হারুন, ম্যাজিষ্ট্রেট রোকনুদুল্লাহ, বিশিষ্ট নারী উদ্যোক্তা ও সমাজ সেবিকা নেলি ইসলাম, কবি শামীম আরা প্রমুখ। সভার শেষে প্রধান অতিথি বিচারপরি আমিরুল কবির চৌধুরী সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় শ্রেষ্ঠ ইউপি সদস্য মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউপির সৈলেন সরকার এর হাতে ক্রেষ্ট ও সম্মাননা তুলে দেন।

প্রথম পাতা