আদালত পাড়ায় আইনজীবির উপর হামলার ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের
তারিখ: ২৫-অগাস্ট-২০১৬
স্টাফ রিপোর্টার ॥

শহরের আদালত প্রাঙ্গণে দুই আইনজীবি ও তার লোকজনের সংঘর্ষের ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে। গতকাল বুধবার সকালে আইনজীবি আতাউর রহমান রবিন বাদি হয়ে সদর থানায় ফারুকের পুত্র রাব্বিকে প্রধান করে অজ্ঞাত ৫/৬ জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। সদর থানার ওসি মামলা রুজু করে আসামী ধরতে অভিযান চালান। স্থানীয় সূত্রে জানা যায়, চুনারুঘাট উপজেলার উবাহাটা গ্রামের শামীম মিয়ার স্ত্রী জানু বেগমকে চুনারুঘাট থানা পুলিশ আটক করে মঙ্গলবার কোর্টে প্রেরণ করে। জানু বেগমের নিয়োজিত আইনজীবি আতাউর রহমান রবিন জামিনের জন্য ওকালত নামায় স্বাক্ষর নেন। কিন্তু কোর্টের সময় শেষ হয়ে যাওয়ায় জামিনের আবেদন করতে পারেননি তিনি। কিছুক্ষণ পর লকাপে গিয়ে আইনজীবি ফারুকুর রহমান জানু আক্তারকে বলেন তার জামিন হয়েছে, এ জন্য ওকালত নামায় স্বাক্ষর দিতে হবে। জানু ওকালত নামায় স্বাক্ষর দেয়। বিষয়টি রবিনের নজরে এলে তিনি ফারুকের নিকট এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে যান। এতে ফারুক ক্ষিপ্ত হয়ে উঠেন। এ সময় দুই জনের মাঝে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এর কিছুক্ষণ পর ফারুকের পুত্র রাব্বি আদালত প্রাঙ্গণে এসে রবিনের উপর হামলা চালায়। এতে তিনি আহত হন। এ সময় অন্যান্য আইনজীবি ও সহকারিরা ফারুকের লোকজনকে ধাওয়া করলে তারা পালিয়ে যায়। এ ঘটনা আদালত প্রাঙ্গনে হট্টগোল শুরু হয়। পরে পুলিশ ও আইনজীবিদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এ সময় তাৎক্ষনিক আইনজীবিরা এক সভায় মিলিত হন।

প্রথম পাতা