প্রতিবাদে জনতার আধা ঘন্টা মহাসড়ক অবরোধ ॥ নবীগঞ্জে যাত্রীবাহি বাসের সাথে-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ২০
তারিখ: ২৫-অগাস্ট-২০১৬
বুলবুল আহমেদ, নবীগঞ্জ ॥

ঢাকা সিলেট মহাসড়কের নবীগঞ্জে যাত্রীবাহি বাসের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত হলো ঢাকার পল্লবী থানার নুর জাহান (৫৫)। বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে ১০টার দিকে সিলেট হযরত শাহজালাল (রঃ) মাজার জিয়ারত শেষে বাড়ি ফেরার পথিমধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার রস্তমপুর টোল প্লাজার সামনে ঢাকা মেট্রো ব (১১- ৮৮৫৫) বাসটি আসা মাত্রই বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক যাত্রী নিহত ও অন্তত ২০ জন আহত হয়। এ সময় স্থানীয় বিক্ষুব্ধ জনতা ঢাকা সিলেট মহাসড়কে যানচলাচল বন্ধ করে দিলে দুর পাল্লার যানবাহন আটকা পড়ে। প্রায় আধাঘন্টা যান চলাচল বন্ধ থাকার পর গোপলার বাজার ফাঁিড় পুলিশ ও শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। পরে পুলিশ আহতদের উদ্ধার করে হবিগঞ্জসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। এ ব্যাপারে শেরপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এস আই) অজয় দেব জানান, দূঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষনিক ভাবে ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।

প্রথম পাতা