সহযোগিদের ধরতে পুলিশের অভিযান ॥ শহরে বৃন্দাবন কলেজের ছাত্রকে ছুরিকাঘাত করে অর্থকড়ি লুট ॥ এক ছিনতাইকারী আটক
তারিখ: ৭-ডিসেম্বর-২০১৬
জাকারিয়া চৌধুরী ॥

হবিগঞ্জ শহরের রাজনগর বাইপাস সড়কে বৃন্দাবন সরকারী কলেজের ১ম বর্ষের ছাত্র এমদাদুল হক (১৮) কে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে নবীগঞ্জ উপজেলার সদরঘাট এলাকার সুরুজ আলীর পুত্র ও শহরের রাজনগর এলাকার বাসিন্দা। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে শহরের রাজনগর বাইপাস সড়ক এলাকায় এ ঘটনাটি ঘটে। এদিকে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে রিপন মিয়া (২০) নামে এক ছিনতাইকারীকে আটক করে উত্তম মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। সে রাজনগর এলাকার আব্দুল আউয়ালের পুত্র। আহত সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাতে কলেজ ছাত্র এমদাদুল হক সালেহা ফার্মেসী থেকে প্রয়োজনীয় কাজ শেষে বাসায় ফিরছিল। এসময় হঠাৎ একদল ছিনতাইকারীরা তাকে গতিরোধ করে। পরে তারা তার কাছ থেকে মোবাইল ফোন ও অর্থকড়ি লুটের চেষ্টা চালায়। এসময় এমদাদুল বাধা দেয়ায় ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার গলায় আঘাত করে। আর এতে করে সে মাঠিতে লুটিয়ে পড়লে ছিনতাইকারী দুর্বৃত্তরা তার সাথে মোবাইল ফোনসহ টাকা পয়সা লুট করে নিয়ে যায়। পরে তার শোর-চিৎকার শুনে আশে পাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে। এসময় কাউন্সিলর আব্দুল আউয়াল মজনুসহ স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে এক ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করে। খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিনুল হকের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ব্যাপারে তিনি জানান, ঘটনার সাথে জড়িত থাকায় একজনকে আটক করা হয়েছে। অন্যান্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এদিকে, সন্ধ্যা রাতেই রাজনগর এলাকায় এ রকম ছিনতাইয়ের ঘটনায় ওই এলাকায় আতংক ছড়িয়ে পড়ছে।

শেষ পাতা