শহরের নাতিরাবাদে সংঘর্ষের ঘটনায় ৭ জনকে আসামী করে থানায় মামলা
তারিখ: ৭-ডিসেম্বর-২০১৬
স্টাফ রিপোর্টার ॥

হবিগঞ্জ শহরের নাতিরাবাদে ‘জনমঙ্গল সমিতি’র কমিটি গঠন নিয়ে সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের হয়েছে। সংঘর্ষে নিহত মহসিন মিয়ার পিতা আইয়ুব মিয়া বাদি হয়ে গতকাল মঙ্গলবার  হবিগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ‘জনমঙ্গল সমিতি’র সভাপতি প্রার্থী  নাতিরাবাদ এলাকার সোনাহর আলীর পুত্র সোহেল রানা ও তার ভাই জাহাঙ্গীরসহ  ৭জনকে আসামী করা হয়। এদিকে, গতকাল মঙ্গলবার সকালে ‘জনমঙ্গল সমিতি’র সভাপতি প্রার্থী সোহেল রানার বাড়ি-ঘরে প্রতিপক্ষের লোকজন হামলা ও ভাংচুর চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হওয়ায় পুলিশ মোতায়েন করা হয়েছে। উল্লেখ্য, গত সোমবার ‘নাতিরাবাদ জনমঙ্গল সমিতি’র কমিটি গঠন নিয়ে নজমুল ইসলাম ও সোহেল রানার সমর্থকদের মধ্যে বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষের সমর্থকরা দেশিয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ৫ জন গুরুতর আহত হয়। আহতদের মধ্যে মহসিন মিয়া (২৮) নামে এক যুবক হাসপাতালে নেয়ার পথে নিহত হন। তিনি ওই এলাকার আইয়ুব মিয়ার পুত্র। আহত অন্যান্যদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।

শেষ পাতা