অনাকাঙ্খিত দুর্ঘটনায় মর্মান্তিক প্রাণহানির আশঙ্কা ॥ বাহুবলের ‘লস্করপুর-ফদ্রখলা’ সড়কটি ভয়ঙ্কর মরণফাঁদ ॥ জিম্মি ১০ গ্রামবাসী!
তারিখ: ২১-ফেব্রুয়ারী-২০১৭
স্টাফ রিপোর্টার ॥

ভয়ঙ্কর মরণ ফাঁদে পরিণত হয়েছে বাহুবল উপজেলার ‘লস্করপুর-ফদ্রখলা’ সড়ক। ওই সড়কে প্রতিনিয়তই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। যেকারণে বলা যায়, যাতায়াতে অনেকটা জিম্মি হয়ে পড়েছেন আশপাশের ১০টি গ্রামের হাজার হাজার মানুষ। এ অবস্থায় যেকোন সময় মর্মান্তিক প্রাণহানির মত ভয়ানক দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী।  জানা যায়, উপজেলার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পূর্ব লাকুড়ি পাড়া, মধ্য লাকুড়ি পাড়া, ফদ্রখলা, উত্তর ফদ্রখলা, ফরিদপুর, দক্ষিণ মির্জাটুলা, কাইতপাড়া, বন্দর, বালুচর, কুটান্দরসহ প্রায় ১০ গ্রামবাসীর যোগাযোগের প্রধান মাধ্যম হচ্ছে ‘লস্করপুর-ফদ্রখলা’ সড়ক। প্রতিদিন ওই সড়কে চলাচল করে শতাধিক সিএনজি। সড়কটি দিয়ে শায়েস্তাগঞ্জ পৌরসভা ও জেলা সদরে যাতায়াত করেন স্কুল-কলেজের ছাত্রছাত্রীসহ কয়েক হাজার মানুষ। কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কটি এখন বেহালদশায় পরিণত হয়েছে। লস্করপুর রেলগেইট থেকে কাইতপাড়া পর্যন্ত ওই সড়কের প্রায় ১ কিলোমিটার জুড়ে স্থানে স্থানে সৃষ্টি হয়েছে ছোট-বড় গর্ত। নষ্ট হয়ে গেছে পিচ ঢালাই। যে কারণে প্রায় প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। শুধু তাই নয়, মরা খোয়াই নদীর কুল ঘেষা সড়কটির মাটি ধ্বসে পড়ায় সরু হয়ে গেছে প্রস্থ। এ অবস্থায় বিপরীত দিক থেকে আসা সিএনজি একে অপরকে ক্রসিং করতে পারছেনা। ফলে বিকল্প ব্যবস্থা না থাকায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্কুল-কলেজের ছাত্রছাত্রীসহ ভৌগলিক ভাবে প্রান্তিক ওই এলাকার সাধারণ মানুষ। বলা যায়, যাতায়াতে অনেকটা জিম্মি হয়ে পড়েছেন উল্লেখিত গ্রামগুলোর হাজার হাজার মানুষ। বিশেষ করে প্রতিবছর ফদ্রখলা আনওয়ারে মদিনা মাদ্রাসার বার্ষিক মাহফিলে যোগ দিতে দেশের দূর-দূরান্ত থেকে আসা ধর্মপ্রাণ মানুষ পড়েন চরম বিপাকে। এলাকাবাসীর আশঙ্কা, যেকোন সময় চালকের সামান্য অসাবধনতায় মরা নদীর পানিতে পড়ে ডুবে যেতে পারে যাত্রীবাহী সিএনজি। ঘটে যেতে পারে মর্মান্তক প্রাণহানি। এটি এখন ভয়ঙ্কর মরণ ফাঁদে পরিণত হয়েছে। তাই দ্রুত সড়কটি সংস্কারের দাবী জানিয়েছেন এলাকাবাসী।

শেষ পাতা