মাধবপুরে বিজিবি দিয়ে চোরাই মাল ধরিয়ে দেয়ায় দু’গ্র“পের সংঘর্ষ ॥ গ্রেফতার-২
তারিখ: ১৭-মে-২০১৭
স্টাফ রিপোর্টার ॥

মাধবপুর উপজেলার  শিয়াউলিয়া ব্রীজ এলাকায় বিজিবি দিয়ে চোরাই মাল ধরিয়ে দেয়াকে কেন্দ্র করে দু’গ্র“পের সংঘর্ষে ২ জন আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ দু’গ্র“পের ২ জনকে আটক করেছে। গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, সোমবার মাধবপুর উপজেলার কুখ্যাত ডাকাত ও চোরাকারবারী মিন্টু মিয়ার চোরাই পথে আনা ভারতীয় শাড়ি ব্রাহ্মনবাড়ীয়ায় ফয়সল নামে আরেক কুখ্যাত ডাকাত ও চোরাকারবারী ধরিয়ে দেয়। এর জের ধরে মঙ্গলবার দুপুরে ফয়সল তার ভাই পলাশ ও তার সহযোগি মোটরসাইকেল যোগে ধর্মঘর যাওয়ার পথে শিউলিয়া ব্রীজের কাজে পৌছলে মিন্টু ও তার দলবল মোটরসাইকেল আটকিয়ে তাদেরকে মারধোর করতে থাকে। খবর পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার মাধবপুর সার্কেল এস.এম রাজু আহম্মেদ ঘটনাস্থলে পৌছে ডাকাত ও চোরকারবারি মিন্টু ও ফয়সল আহমেদকে আটক করেন। আটককৃত মিন্টু ধর্মঘর গ্রামের নুরুল ইসলামের পুত্র ও ফয়সল ধর্মঘর ইউনিয়নের মেহেরগাঁও গ্রামের হোসাইন আহম্মদ এর পুত্র। মাধবপুর থানার ওসি তদন্ত মোঃ সাজেদুল ইসলাম বিষয়টি সত্যতা নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে ৬/৭ টি ডাকাতি, অস্ত্র ও মাদক মামলা রয়েছে।

প্রথম পাতা