সদর উপজেলার আষেঢ়ায় স্বামীর বন্ধিশালা থেকে শিশুসহ গৃহবধূ উদ্ধার
তারিখ: ১৭-মে-২০১৭
স্টাফ রিপোর্টার ॥

হবিগঞ্জ সদর উপজেলার আষেঢ়া ফান্ডাইল গ্রামে স্বামীর বন্ধিশালা থেকে এক নবজাতকসহ গৃহবধুকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার হবিগঞ্জ সদর থানা পুলিশ তাদেরেকে উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা যায়, দুই বছর আগে হাসিনাবাদ শৈলজুরা গ্রামের আব্দুল মজিদ মিয়া মেয়ে মাহমুদা আক্তারকে বিয়ে দেয়া হয় আষেঢ়া ফান্ডাইল গ্রামের নীল মিয়ার ছেলে জজ মিয়ার সাথে। বিয়ের পর তাদের দাম্পত্ত জীবনে ৬ মাসের এক কন্যা শিশুর জন্ম নেয়। সম্প্রতি জজ মিয়া যৌতুকের জন্য মাহমুদার উপর নির্যাতন চালায়। নির্যাতনের মাত্রা বৃদ্ধি পেলে মাহমুদা তার বাবার বাড়িতে চলে যেতে চায়। কিন্তু জজ মিয়া তাকে যেতে দেয়নি। বাড়িতে আটকিয়ে রেখে তাকে নির্যাতন করে সে। এ খবর মাহমুদার বাবার বাড়ির লোকজন জানতে পারলে তারা তাকে নিতে চায়। কিন্তু কোন লাভ হয়নি। কোন উপায় না পেয়ে মাহমুদার পিতা আব্দুল মজিদ বাদি হয়ে গত সোমবার হবিগঞ্জ নির্বাহী ম্যাজিস্টেট আদাল-১এ অভিযোগ দায়ের করলে আদালত বিষয়টি তদন্তের জন্য হবিগঞ্জ সদর থানাকে নির্দেশ দেয়। আদালতের নির্দেশে গতকাল মঙ্গলবার এএসআই বিপ্লব ওই গ্রামের অভিযান চালিয়ে মাহমুদা ও তার ৬ মাসের নবজাতককে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

প্রথম পাতা