বানিয়াচং ইমাম সম্মেলনে এমপি মজিদ খান ॥ সমাজে সাহসিকতার সহিত ইমামদের সত্য কথা বলতে হবে
তারিখ: ১৭-মে-২০১৭
বানিয়াচং প্রতিনিধি ॥

বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য ও  জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট আব্দুল মজিদ খান বলেছেন, সমাজ পরিবর্তনে ইমামদের অগ্রনী ভুমিকা পালন করতে হবে। ইসলাম শান্তি ও সম্প্রতি শেখায়। প্রকৃত কোন মুসলমান জগন্য কাজ করতে পারে না। ঝগড়া-বিবাদ ইসলাম সমর্থন করে না। রাসুলের আদর্শ অনুসরন করলে সমাজের শান্তি শৃংখলা প্রতিষ্ঠা হয়। অহেতুক ভিন্ন ধর্মের প্রতি কটাক্ষ করা ঠিক না। তিনি আরও বলেন, মানুষের মানসিকতা সুন্দর করতে হলে জ্ঞানভিত্তিক সমাজ গড়তে হবে। আদর্শ মানুষ হতে হলে হিংসা-বিদ্বেষ থেকে বিরত থাকতে হবে। বঙ্গবন্ধু ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের প্রতিটি জেলা উপজেলায় প্রায় ৫শ টি মডেল মসজিদ কাম ইসলামিক সেন্টার নির্মান করার উদ্দ্যোগ গ্রহন করছেন। এ উদ্দ্যোগ ইসলাম প্রচার প্রসারে মাইলফলক হিসেবে কাজ করবে। আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার। অপপ্রচার করে শেখ হাসিনার উন্নয়নকে কেউ ব্যাহত করতে পারবে না। গতকাল মঙ্গলবার ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত উপজেলা সভাকক্ষে ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে  তিনি এসব কথা বলেন। ইফা হবিগঞ্জ-এর উপ-পরিচালক মোহাম্মদ মহসিন খানের সভাপতিত্বে ও উপজেলা এমসিটি মানবাধিকারকর্মি মো. আশিকুল ইসলামের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমদ, উপাধ্যক্ষ মাওলানা আতাউর রহমান। সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ফিল্ড সুপারভাইজার মোঃ তৌহিদ মিয়া। জনাকীর্ন ইমাম সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আবুল কাশেম, রস্ক কর্মকর্তা সিরাজুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশন শিক্ষক সমিতির সভাপতি মাওলানা শফিকুর রহমান, যুবলীগনেতা মোঃ সাহিবুর রহমান প্রমুখ।

প্রথম পাতা