জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ ॥ “সুন্দরবন পার্সেল সার্ভিস” গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে
তারিখ: ১৭-অগাস্ট-২০১৭
স্টাফ রিপোর্টার ॥

শহরের শ্মশানঘাট এলাকায় সুন্দরবন পার্সেল সার্ভিস সাধারণ গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে। এতে করে গ্রাহকদের মধ্যে বিরাজ করছে চাপা ক্ষোভ। শুধু তাই নয় দায়িত্বপ্রাপ্ত কর্মচারীদের আচরণেও অতিষ্ট বিভিন্ন ব্যবসায়ী গ্রাহকরা। এ ব্যাপারে শহরের টাউন হলের রহমান রিফ্রিজারেশন-এর স্বত্ত্বাধিকারী আব্দুর রহমান সুন্দরবন পার্সেল সার্ভিসের অতিরিক্ত বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ এনে গতকাল বুধবার জেলা প্রশাসক বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়, হবিগঞ্জ শহরের স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ঢাকা থেকে মাল ক্রয় করে হবিগঞ্জে আনার একমাত্র মাধ্যম হল বিভিন্ন পার্সেল সার্ভিস। ব্যবসায়ীদের কোন নিজস্ব পার্সেল না থাকায় সুন্দরবন পার্সেল সার্ভিস-এর মাধ্যমে মালামাল পরিবহন করতে হয়। এ সুযোগে ওই পার্সেল সার্ভিস সরকারের নীতিমালার তোয়াক্কা না করে তাদের ইচ্ছেমতো গ্রাহকদের কাছ থেকে বাড়া আদায় করছে। আইন প্রয়োগকারী সংস্থা গুলোকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অনিয়মকে নিয়মে পরিণত করছে ওই সার্ভিসের কর্মচারীরা। তাদের বিরুদ্ধে কথা বলতেও ভয় পাচ্ছেনা স্থানীয় ব্যবসায়ীরা। অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদ করলে মালামাল পরিবহন করবে না বলে  হুমকি দিচ্ছে ওই সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মচারীরা। এতে করে ব্যবসায়ীদের মনে বিরাজ করছে চাপা ক্ষোভ। আব্দুর রহমান অভিযোগে আরও উল্লেখ করেছেন, তিনি গত ১২ আগষ্ট সুন্দরবন পার্সেল সার্ভিসের মাধ্যমে ৪শ কেজি মালামাল পরিবহন করেন। যার পরিবহন ভাড়া তাকে গুনতে হয়েছে ৪ হাজার ৮শ টাকা। কিন্তু অন্যান্য সার্ভিসে ৪শ কেজি মালামাল পরিবহন করলে সর্বোচ্চ ভাড়া ২৫শ টাকা আসবে। যাহা সম্পূর্ন অনিয়ম ভাবে তার কাছ থেকে ২৩শ টাকা অতিরিক্ত ভাড়া নিয়েছে ওই পার্সেল সার্ভিস। এতে করে হবিগঞ্জের ক্ষুদ্র ব্যবসায়ীসহ সাধারণ গ্রাহকদের কাছ থেকে হাজার হাজার টাকা অতিরিক্ত ভাড়া আদায় করছে ওই পার্সেল সার্ভিস। ব্যবসায়ীরা মনে করেন এভাবে যদি মালামালের অতিরিক্ত ভাড়া আদায় করা হয়, স্বাভাবিক ভাবেই বাজারে মালামালের দাম বেড়ে যায়। এতে করে গ্রাহকদের মনে শুধু চাপা ক্ষোভ বিরাজ করছে না সরকারের ভাবমূর্তিও ক্ষুন্ন হচ্ছে। বিষয়টি আইন প্রয়োগকারী কর্মকর্তা দ্বারা সরাসরি তদারকি করার জন্য জেলা প্রশাসকের কাছে জোর দাবী জানানো হয়েছে।

প্রথম পাতা