বানিয়াচঙ্গে প্রবাসী স্বামীর বাড়িতে যেতে বাধ্য করায় বিষপানে গৃহবধুর আত্মহত্যা
তারিখ: ১৭-অগাস্ট-২০১৭
জাহেদ আলী মামুন ॥

বানিয়াচং উপজেলার মুরাদপুর গ্রামে প্রবাসী স্বামীর বাড়িতে যেতে বাধ্য করায় লাইজু আক্তার (২০) নামে এক গৃহবধু পিত্রালয়ে বিষপানে আত্মহত্যা করেছে। গতকাল বুধবার সকালে এ ঘটনা ঘটে। নিহতের পরিবার সূত্রে জানা যায়, ৩ বছর পূর্বে ওই উপজেলার মুরাদপুর গ্রামের হাজী আব্দুস শাহীনের কন্যা লাইজু আক্তারের সাথে সাঙ্গর গ্রামের আব্দুস সালামের পুত্র ডুবাই প্রবাসী আকল মিয়ার মোবাইল ফোনে বিয়ে হয়। বিয়ের পর থেকে আকল মিয়া ডুবাইয়ে কাজকর্ম করে তার স্ত্রী লাইজু আক্তারের নিকট টাকা পাঠাত। কিন্তু এতেই সুখি হতে পারেনি গৃহবধু লাইজু আক্তার। বার বার তাগিদ দেয়ার পর গত সপ্তাহে সে দেশে ফিরে আসে। গত ৩ দিন আগে আকল মিয়া স্ত্রীকে পিত্রালয় থেকে নিজ বাড়িতে আনতে শ্বশুরালয়ে যায়। এ সময় তুচ্ছ বিষয় নিয়ে লাইজু আক্তার স্বামীর বাড়িতে আসবেনা বলে জানায়। লাইজুর পরিবার তাকে বুঝিয়ে শ্বশুড় বাড়িতে স্বামীর সাথে পাঠাতে চেষ্টা করে। এর জেরে গতকাল বুধবার সকাল ৬টায় লাইজু তার পিত্রালয়ে বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালায়। পরিবারের লোকজন দেখতে পেয়ে সদর হাসপাতালে এনে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টায় সে মারা যায়।

প্রথম পাতা