২১ শে আগস্টকে সামনে রেখে নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক-পুলিশ সুপার ॥ শহরে শিবিরের অফিসে পুলিশের অভিযানে ৩ কর্মী গ্রেফতার পাইপগানসহ অস্ত্র উদ্ধার ॥ ওসিসহ ৩ পুলিশ আহত
তারিখ: ১৭-অগাস্ট-২০১৭
স্টাফ রিপোর্টার ॥

হবিগঞ্জ শহরের অনন্তপুর এলাকায় ছাত্রশিবিরের অফিসে গোপন বৈঠক করার সময় অভিযান পরিচালনা করেছে সদর মডেল থানা পুলিশ। এসময় ৩ শিবির কর্মীকে গ্রেফতার করা হয়। অভিযানকালে শিবির কর্মীদের হামলায় সদর মডেল থানার ওসি তদন্ত মানিকুল ইসলাম ও এসআই রকিবুল হাসানসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা ৬ টার সময় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ খবর পায় শহরের অনন্তপুর এলাকার ছাত্রশিবিরের অফিসে শিবির কর্মীরা ১৭ আগস্ট ও ২১ শে আগস্টকে সামনে রেখে ও সরকার বিরোধী এক গোপন বৈঠকে মিলিত হয়েছে। তাৎক্ষনিক সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হকের নেতৃত্বে একদল পুলিশ শিবিরের অফিসে হানা দেয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে শিবির কর্মীরা পুলিশের উপর চড়াও হয়ে হামলা চালায়। এতে ধস্তাধস্তির সময় ওসি তদন্ত মানিকুল ইসলামসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়। এসময় তিন শিবির কর্মীকে গ্রেফতার করা হলেও অন্যান্যরা পালিয়ে যায়। পরে শিবিরের অফিসে তল্লাসি চালিয়ে ১টি পাইপগান, ৫ রাউন্ড গুলি, ৩টি রামদা, ১টি চাইনিজ কুরাল, ৪টি চুরি, ৩ ডজন চকলেব বোমা, বিপুল পরিমান জিহাদী বই, লিফলেট, সরকার বিরোধী বিভিন্ন ব্যনার, ফেস্টুন, ৩টি মোটর সাইকেল জব্দ করে। গ্রেফতারকৃতরা হল, শহরের শায়েস্তানগর এলাকার বিল্লাল হোসেনের পুত্র সরোয়ার (২০), কিশোরগঞ্জ জেলার মিটামইন থানার কাটখাল গ্রামের রনু মিয়ার পুত্র নাজমুল হোসেন (২১) ও মাধবপুর উপজেলার কাটুরা গ্রামের হিরা মিয়ার পুত্র মাসুম বিল্লাহ (২৫)। পরে এ ব্যাপারে রাত ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে হবিগঞ্জের পুলিশ সুপার বিধান ত্রিপুরা সাংবাদিকদের জানান, ১৭ আগস্ট ও ২১ শে আগস্টকে সামনে রেখে নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠকে মিলিত হয়েছিল তারা। পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। এছাড়াও এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। এদিকে, শহরের অনন্তপুরে শিবিরের এরকম অস্ত্র মজুদ ও গোপন বৈঠক করা নিয়ে সাধারণ মানুষদের মধ্যে অভিযান কালে আতংক ছড়িয়ে পড়ে।

প্রথম পাতা