ঢাকার মিরপুর থেকে মাধবপুরের শিক্ষার্থীর হাত-পা বাধা লাশ উদ্ধার
তারিখ: ১৭-অগাস্ট-২০১৭
রাজীব দেব রায় রাজু, মাধবপুর ॥

উচ্চ শিক্ষার স্বপ্ন নিয়ে ঢাকা কলেজে ভর্তি হয় আল আমিন বিজয়। কিন্তু কে জানত আল আমিন কে লাশ হয়ে বাড়িতে ফিরতে হবে। মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের কালিকাপুর গ্রামের আনোয়ার হোসেন আনু মিয়ার ছেলে আল আমিন বিজয়। ঢাকা কলেজের  রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র সে। মঙ্গলবার রাতে মিরপুরের হার্ট ফাউন্ডেশনের পিছনে বড়বাগ এলাকার ৩৭/১ নম্বর পাঁচ তলা বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে হাত পা বাঁধা অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের পারিবারিক সুত্রে জানা যায়, আল আমিন ১৩১/১ মালিবাগ প্রথম লেনের একটি বাড়ির নিচতলার মেসে থাকতেন। অসুস্থতার জন্য আড়াই মাস আগে বাড়িতে চলে আসে। রোববার আল আমিন ঢাকায় ফিরে যায়। তার সঙ্গে একই এলাকার আলম ওরফে রিপন নামে এক যুবক ঢাকায় এসে তার মেসে উঠে। ওই মেসের আল আমিনের বন্ধু জসিম উদ্দিন বলেন, সোমাবার বিকেলে আল আমিন ওই যুবক  কে সঙ্গে করে মেস থেকে বেরিয়ে যায়। যাওয়ার সময় বলে যায়, মগ বাজার আলম ওরফে রিপন কে বাসে তুলে দিয়ে মেসে ফিরবেন। রাত ৮টার দিকে আল আমিনের বাবা আনোয়ার হোসেন আনু মিয়ার কাছে ফোন করে ছেলের মুক্তিপন বাবদ ১ লাখ টাকা দাবি করে অজ্ঞাত এক যুবক। আল আমিনের মোবাইল ফোন থেকেই তার বাবার কাছে ফোন দেওয়া হয়। এ ঘটনায় জসীম উদ্দিন শাজানপুর থানায় একটি জিডি করেন। বুধবার সকালে আল আমিনের পরিবার লোকজন ঢাকায় গিয়ে ছুটে যান। ময়না তদন্ত শেষে লাশ হস্তান্তর করা হয় পরিবারের নিকট। একমাত্র ছেলেকে হারিয়ে নির্বাক হয়ে পড়েছে তার বাবা আনোয়ার হোসেন আনু মিয়া। ৫ বোনের এক ভাই ছিল আল আমিন। সে সবার ছোট। তাই আদরের কমতি ছিল না। আল  আমিনের বাড়িতে গিয়ে দেখা যায় , কান্নার রোল। তার মা আনোয়ারা বেগম পুত্র শোকে বার বার অজ্ঞান হচ্ছিলেন।

প্রথম পাতা