শিবপাশা উচ্চ বিদ্যালয়ে মহান বিজয় দিবস উদযাপন
তারিখ: ১৮-ডিসেম্বর-২০১৭
প্রেস বিজ্ঞপ্তি ॥

মহান বিজয় দিবস উপলক্ষে শিবপাশা উচ্চ বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, বিজয় র‌্যালি, আলোচনা সভা, রচনা, চিত্রাংকন, পাঠঅভ্যাস উন্নয়ন বিশেষ পুরস্কার (সেকায়েপ) ও খেলাধুলাসহ বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ জাহিদুল ইসলাম চৌধুরী সুমনের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন শিবপাশা ইউপির সাবেক চেয়ারম্যান ও ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি এবং উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোঃ তফসির মিয়া, বিদ্যলয়ের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি আলহাজ এডভোকেট এটিএম জিল্লুর রহমান চৌধুরী, বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা কাজল মিয়া চৌধুরী, পিটিএ কমিটির সম্মানিত সভাপতি ডা. হুসাইন আহমেদ চৌধুরী, অভিভাবক সদস্য মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী নীল, অভিভাবক সদস্য মিজানুর রহমান চৌধুরী, অভিভাবক সদস্য মোঃ আসাদ মিয়া, অভিভাবক সদস্য মুশাহিদ মিয়া, দুর্নীতি প্রতিরোধ কমিটি আজমিরীগঞ্জ এর সভাপতি শামায়ূন বখতিয়ার, বিদ্যালয়ের দাতা উবায়দুর লতীফ চৌধুরী সবুজ, আওয়ামী লীগ আজমিরীগঞ্জ উপজেলা সদস্য ছোরাব আলী চৌধুরী, সাবেক ম্যানেজিং কমিটির সদস্য বেনু মিয়া ও মুহিবুল ইসলাম, শিবপাশা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ইয়াউর রহমান, যশকেশরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মুয়াছির মিয়া, বং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি খায়রুল আলম, অভিভাবক ইয়াউর রহমান চৌধুরী। আরো বক্তব্য রাখেন সহকারী প্রধান শিকষক আনোয়ার হোসেন, স্কাউট শিক্ষক শহীদুল হক চৌধুরী, সহকারী শিক্ষিকা শাফিয়া খাতুন, সহকারী শিক্ষক (শরীর চর্চা) ওয়াফি হোসেন চৌধুরী, সহকারী শিক্ষক (গনিত) মো: মোস্তফা, সহকারী শিক্ষক (ব্যবসা) মোঃ ইলিয়াস হোসেন, সহকারী শিক্ষক (কৃষি) মো: শামীম, ছাত্র লীগ নেতা এম এ হাদিছ, মুসা মিয়া, সাদ্দাম হোসেন রুয়েল, মো: কাউছার মিয়া। উপস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক আব্দুল হামিদ ও মোঃ আব্দুল মুকিত। বিজয় দিবস উপলক্ষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সম্মানিত অতিথিবৃন্দ। উক্ত অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর পরিবারসহ সকল মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত ও প্রধানমন্ত্রীর দীর্ঘায়ূ এবং দেশ-জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রতিষ্ঠানের ধর্মীয় শিকষক মাওলানা আসাদুল হক খান। মহান বিজয় দিবস উপলক্ষে ৮ম ও ১০ শ্রেণীর মাঝে এক ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। বিজয় হয় ৮ম শেণী।

প্রথম পাতা
শেষ পাতা