নিহত স্বপনের পরিবারে শোকের মাতম ॥ বৈদ্যের বাজারে বিজয় দিবসের অনুষ্ঠানে হামলার ঘটনায় মামলা
তারিখ: ১৮-ডিসেম্বর-২০১৭
স্টাফ রিপোর্টার ॥

হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে বিজয় দিবসের অনুষ্ঠানে হামলা ও হত্যার ঘটনায় ৯ জনকে আসামী করে মামলা দায়ের হয়েছে। নিহত স্বপনের পিতা ফয়জুল হক বাদি হয়ে গতকাল রবিবার হবিগঞ্জ সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলায় উপজেলার বনগাঁও গ্রামের মৃত আব্দুল নূরের পুত্র সানু মিয়া (৩৫), একই গ্রামের আলী হোসেনের পুত্র মনিরুজ্জামান হেলাল (২৮), মোঃ সজল (৩২), মোঃ সানু (৩২), সাদ উল্লার পুত্র টেনু মিয়া (২৫), ছোয়াব আলীর পুত্র নুরুল হোসেন বকুল, কাজল মিয়ার পুত্র আনোয়ার (২০), আমির উদ্দিনের পুত্র আব্দুর রহিম (১৮) ও কাইয়ূম (২০) কে আসামী করা হয়। এদিকে, ঘটনার পর থেকে নিহত স্বপনের বাড়িতে চলছে শোকের মাতম। এলাকায় বিরাজ করছে থমথমে অবস্থা।
মামলার বিবরনে প্রকাশ, গত শনিবার রাত ৮ টায় মহান বিজয় দিবস উপলক্ষে বৈদ্যের বাজারে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় আওয়ামীলীগ। অনুষ্ঠানের শুরুতে চেয়ারের সামনের সারিতে বসাকে কেন্দ্র করে দু’দল লোকের মধ্যে সংঘর্ষ বাধে। এক পর্যায়ে আসামী মনিরুজ্জামান হেলালের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে প্রতিপক্ষের উপর হামলা চালায় এবং দোকানপাট ভাংচুর করে। এতে বনগাঁও গ্রামের ফয়জুল হকের পুত্র স্বপন মিয়া, সিরাজুল, নুরুল ইসলাম, আব্দুল হকসহ বেশ কয়েকজন আহত হয়। আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। রাত সাড়ে ৪ টায় চিকিৎসাধীন অবস্থায় স্বপন মিয়ার মৃত্যু হয়।
 

প্রথম পাতা
শেষ পাতা