চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে দায়েরকৃত মামলার ধায্য তারিখ আজ
তারিখ: ১৮-ডিসেম্বর-২০১৭
স্টাফ রিপোর্টার ॥

চিত্র নায়ক শাকিব খানের বিরুদ্ধে প্রতারণা ও মানহানির অভিযোগে দায়ের করা মামলার তারিখ আজ সোমবার। ইতিমধ্যে মামলার তদন্তকারী কর্মকর্তার নোটিশের প্রেক্ষিতে রাজনীতি ছবির পরিচালক বুলবুল বিশ্বাস ও একই ছবির প্রযাজক আশফাক আহমেদ হবিগঞ্জে এসে গেছেন। তারা মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির এসআই ইকবাল বাহারের সাথে মামলা সংক্রান্ত বিষয়ে কথা বলেছেন। তাদের বক্তব্য রেকর্ড করা হয়েছে বলে জানান তদন্তকারী কর্মকর্তা। তবে নায়ক শাকিব খান বর্তমানে ইন্ডিয়া থাকায় তিনি আসতে পারেননি। তার পক্ষে মৌখিকভাবে ছবির পরিচালক প্রযোজক সময়ের আবেদন করেছেন। জানুয়ারী মাসের প্রথম সপ্তাহে নায়ক শাকিব খান দেশে আসলে মামলার বিষয়ে তদন্তকারী কর্মকর্তার সাথে কথা বলবেন বলে জানা গেছে। জানা যায় মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র রাজনীতি ছবিটি দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে এবং ইউটিউবে প্রচারিত প্রায় ২ ঘন্টা ১৬ মিনিট ১১ সেকেন্ড ব্যাপ্তী রাজনীতি চলচ্চিত্রের ২৬ মিনিট ১২ সেকেন্ডর সময় চলচ্চিত্রের নায়িকা অপু বিশ্বাস একটি ডায়লগ দেন “ এভাবে বার বার আর কোনো দিন চলে যেতে দেব না আমার স্বপ্নের রাজকুমার, জবাবে নায়ক শাকিব খান ডায়লগ দেন “আমিও তোমাকে আর ছেড়ে যাব না আমার রাজ কুমারী”, নায়িকা অপু বিশ্বাসের ডায়লগ “আমার ফেইসবুক আইডি যে “রাজকুমারী” তুমি তা জানলে কী করে, জবাবে নায়ক শাকিব খান ডায়লগ দেন “যেভাবে তুমি জান আমার মোবাইল নাম্বার ০১৭১৫-২৯৫২২--”। প্রকৃতপক্ষে ওই মোবাইল নাম্বারটি বানিয়াচং উপজেলার যাত্রাপাশা গ্রামের সিএনজি চালক ইজাজুল মিয়ার। এরপর থেকে নায়ক শাকিব খান ভেবে ইজাজুলের মোবাইল নাম্বারে শতশত ফোন আসতে থাকে। নায়ক শাকিব খান ভেবে ইজাজুলের বাড়িতে চলে আসে খুলনার এক মেয়ে। বিষয়টি যন্ত্রনার কারণ হয় ইজাজুলের জন্য। ইজাজুল এ বিষয়ে জিডি করেন। তারপরও কোনো কাজ না হওয়ায় গত ২৯ অক্টোবর তারিখে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট সম্পা জাহানের আদালতের প্রতারণ ও ৫০ লাখ টাকার মানহানির অভিযোগে মামলা দায়ের করেন ইজাজুল। মামলায় নায়ক শাকিব খান ছাড়াও ছবির পরিচালক বুলবুল বিশ্বাস ও ছবির প্রযোজক আশফাক আহমদকে আসামী করা হয়। বাংলাদেশের শীর্ষ নায়কের বিরুদ্ধে মামলা দায়ের করে রাতারাতি তারকা খ্যাতি পান ইজাজুল। ইজাজুলের সাক্ষাতকার প্রচারিত হয় দেশের শীর্ষ দৈনিকগুলোসহ ভারতের আনন্দবাজার, ফ্রান্সের সংবাদ সংস্থা এএফপি, আমেরিকার সংবাদপত্র ডেইলী মেইল, বৃটেনের সংবাদ সংস্থা বিবিসিসহ বিভিন্ন দেশী ও বিদেশী সংবাদ মাধ্যমে। তাছাড়া বাংলাদেশের প্রায় প্রতিটি টিভি চ্যানেলে ইজাজুল মিয়ার বক্তব্য প্রচার করা হয়। মামলা দায়ের করার পর বিদেশ থেকে সাংবাদিকদের সাথে কথা বলেন শাকিব খান। পরবর্তীতে একটি ছবির মহরত অনুষ্ঠান শেষে হবিগঞ্জে দায়ের করা মামলার বিষয়টি হেসে উড়িয়ে দেন নায়েক শাকিব খান। নায়ক শাকিব খান মামলার বিষয়টি হেসে উড়িয়ে দিলেও তার ছবির পরিচালক প্রযোজককে ইতিমধ্যে মামলার কাজে হবিগঞ্জে আসতে হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ইকবাল বাহার জানান- আমরা নায়ক শাকিব খানের বক্তব্য জানার চেষ্টা করছি। ইতিমধ্যে অপর দুই আসামী ছবির পরিচালক প্রযোজক তাদের বক্তব্য দিয়েছেন। নায়ক শাকিব খান বর্তমানে বিদেশে। দেশে আসলে তার বক্তব্য জানা যাবে। মামলার বাদী ইজাজুল মিয়া গতকাল জানান- ইচ্ছা করলে তদন্ত প্রতিবেদন কোর্টে দাখিল করা যেত। কেন যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে দেরী করা হচ্ছে তা আমি জানি না। ইজাজুল মিয়ার আইনজীবী এডভোকেট এম এ মজিদ জানান- ভারতে সালমান খানের বিরুদ্ধে মামলা হয়েছে। নায়িকা জেনিফার লোপেজের বিরুদ্ধে মামলা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে শীর্ষ নায়ক নায়িকার বিরুদ্ধে মামলা হয়েছে। বাংলাদেশে শাকিব খানের বিরুদ্ধে দায়ের করা মামলা নতুন কিছু নয়। আইন সবার জন্য সমান। মামলার বাদী তদন্তকারী কর্মকর্তার কাছে ডকুমেন্টারী এভিডেন্স দিয়েছেন। মামলাটিও ডকুমেন্টারী এভিডেন্সের উপর ভিত্তি করে দায়ের করা। আমরা আশা করব, দ্রুত তদন্ত প্রতিবেদন কোর্টে দাখিল করা হবে এবং আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রথম পাতা
শেষ পাতা