হবিগঞ্জে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বাঙ্গালির প্রানের উৎসব পহেলা বৈশাখ উদযাপন
তারিখ: ১৬-এপ্রিল-২০১৮
স্টাফ রিপোর্টার ॥

বিগত বছরের সকল গ্লানি ভূলে নতুন বছর কে স্বাগত জানাতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে নানা আয়োজনে হবিগঞ্জে উদযাপিত হচ্ছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। বাংলা নববর্ষ ১৪২৫ সনকে বরণ করে নিতে সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিকসহ সর্বস্তরের মানুষ উৎসবে মেতে উঠেছে। শনিবার সকাল ১০ টায় হবিগঞ্জ শহরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামন থেকে জেলা প্রশাসনের আয়োজনে এক মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভা যাত্রাটি সারা শহর প্রদক্ষিণ শেষে হবিগঞ্জ সরকারী বৃন্দাবন কলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। অনুষ্ঠিত হয় নৃত্য প্রদর্শনী, কবিতা অবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানমালা। মঙ্গল শোভা যাত্রায় অংশগ্রহন করেন, হবিগঞ্জ-লাখাই আসনের এমপি এডভোকেট মোঃ আবু জাহির, হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ, অতিরিক্ত পুলিশ সুপার আ স ম সামছুর রহমান ভূইয়া, হবিগঞ্জ পৌর সভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ শফিউল আলম, জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক মহ্বিুর রহমান মাহিসহ বিভিন্ন স্তরের লোকজন।

প্রথম পাতা