খালেদা জিয়াকে বাইরে রেখে দেশে কোনো নির্বাচন হবে না- মেয়র জি কে গউছ
তারিখ: ১৬-এপ্রিল-২০১৮
স্টাফ রিপোর্টার ॥

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- আগামী সংসদ নির্বাচন থেকে দূরে রাখতেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে করাবন্দি করা হয়েছে। সরকার ৫ জানুয়ারির মতো আরেকটি নির্বাচনের স্বপ্ন দেখছে। কিন্তু বেগম খালেদা জিয়াকে বাইরে রেখে দেশে কোনো নির্বাচন হবে না। দেশের জনগণ সেই নির্বাচন মেনে নিবে না। তাই দেশবাসীকে সাথে নিয়ে আন্দোলনের মাধ্যমেই সরকারের পতন নিশ্চিত করতে হবে। তিনি গতকাল রবিবার সন্ধার পর জেলা বিএনপির কার্যালয়ে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে এক প্রতিবাদ সভায় এসব কথা বলেন। সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত সভায় মেয়র জি কে গউছ আরও বলেন- ইতিহাস বলে স্বৈরাচার বেশিদিন ঠিকে থাকতে পারে না। একসময় স্বৈরাচারের পতন হয়। এই সরকারেরও পতন হবে। সেই দিন আর বেশি দূরে নয়।

তেঘরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ফটিক মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির কোষাধ্যক্ষ হাজী এনামুল হক, সদস্য গীরেন্ড চন্দ্র রায়, জেলা যুবদলের সভাপতি আজিজুর রহমান কাজল, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুল হক ইমরান, সহ সভাপতি আরিফে রাব্বানী টিটু, মুখলিছুর রহমান ফয়সল, সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী, জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক এডভোকেট ফাতেমা ইয়াসমিন, জেলা শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল এ চৌধুরী, পৌর যুবদলের আহ্বায়ক সফিকুর রহমান সিতু, যুগ্ম আহ্বায়ক মুর্শেদ আলম সাজন, শেখ মামুন, সদর উপজেলা শ্রমিকদলের সভাপতি কামরুল হাসান কাজল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সফিক, যুবদল নেতা এডভোকেট গুলজার খান প্রমুখ।

প্রথম পাতা