বেফাকের কেন্দ্রীয় পরীক্ষা শুরু
তারিখ: ১৬-এপ্রিল-২০১৮
মোঃ আবদুল হক রেনু, শায়েস্তাগঞ্জ ॥

বেফাকুল মোদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড) এর ৪১তম কেন্দ্রীয় পরীক্ষা সারা দেশের ন্যায় হবিগঞ্জ জেলায় গতকাল রবিবার থেকে ২৪টি কেন্দ্রে ৫টি স্তরে একযুগে শুরু হয়েছে। পরীক্ষায় ২৪০৫ জন শিক্ষার্থী অংশ গ্রহন করেছে। কেন্দ্র গুলো হচ্ছে, চুনারুঘাট শামছুল উলুম টাইটেল মাদ্রাসা, হবিগঞ্জ জামিয়া ইসলামিয়া, বাহুবল জামিয়া কাসিমুল উলুম, বানিয়াচং জামিয়া ইসলামিয়া দারুল কোরআন, বাহুবল জামিয়া মাহমুদিয়া, নবীগঞ্জ জামিয়া ইসলামিয়া, নবীগঞ্জ জামিয়া ইসলামিয়া রুহুল উলুম, লাখাই শামছুল উলুম মাদ্রাসা, নবীগঞ্জ জামিয়া আমির আলী ইসলামিয়া মাদ্রাসা, হবিগঞ্জ জামিয়া শরইয়্যা মাদানিয়া, বাহুবল মাদ্রাসায়ে মজিদিয়া, মাধবপুর জামিয়া ফারুকিয়া রাহাতুল জান্নাত মহিলা মাদ্রাসা, লাখাই জামিয়া ইসলামিয়া নূরুন নিসা মহিলা মাদ্রাসা, লাখাই ভাদিকারা উম্মে কুলসুম মহিলা মাদ্রাসা, বানিয়াচং মাদ্রাসায়ে ফয়জে আম মহিলা মাদ্রাসা, বানিয়াচং আল জামিয়াতুত্তায়্যিবা মহিলা মাদ্রাসা, লাখাই জান্নাতুন নাঈম মহিলা মাদ্রাসা, হবিগঞ্জ জান্নাতুল মাওয়া মহিলা মাদ্রাসা, বানিয়াচং আয়শা সিদ্দিকা মহিলা মাদ্রাসা, হবিগঞ্জ রওজাতুল জান্নাত মহিলা মাদ্রাসা, লাখাই তেঘরিয়া আমিনা চৌধুরী মহিলা মাদ্রাসা, হবিগঞ্জ জান্নাতুল ফেরদাউস মহিলা মাদ্রাসা, নবীগঞ্জ খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসা ও বানিয়াচং জামিয়া মাদানিয়া মাদ্রাসা। বেফাক হবিগঞ্জ জেলার ভারপ্রাপ্ত সভাপতি মাওঃ হুসাইন আহমদ চৌধুরী নূরী ও সাধারণ সম্পাদক মাওঃ আব্দুল কুদ্দুছ নোমান পরীক্ষার সাথে সংশ্লিষ্ট সকলকে সুষ্ঠু ও সুন্দর ভাবে পরীক্ষার আঞ্জাম দেয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।

প্রথম পাতা