জাতিসংঘের তরুণ প্রতিনিধি
জুয়েল মিয়া
গত ৫
এপ্রিল নিউইয়র্কে
জাতি সংঘ
সদর দফতরে
বিশ্ব অটিজন
সচেতনতা দিবস
উপলক্ষে অটিজম
আক্রান্ত নারী
ও তাদের
ক্ষতায়ন সংক্রান্ত
এক প্যানেল
আলোচনা অনুষ্ঠানে
অংশগ্রহন করেন। এ আলোচনায় অন্যতম
প্যানেলিষ্ট হিসেবে বক্তব্য প্রদান করেন
বাংলাদেশের অটিজম বিষয়ক জাতীয় উপদেষ্টা
কমিটির চেয়ারপার্সন
ও বিশ্ব
স্বাস্থ্য সংস্থার শুভেচ্ছা দূত বাংলাদেশের
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা
ওয়াজেদ পুতুল। বক্তব্য
প্রদানকালে সায়মা ওয়াজেদ বলেন, অটিজম
আক্রান্ত ব্যক্তিরা
সমাজের অবিচ্ছেদ্য
অংশ।
তাদেরকে সফল,
ক্ষমতায়িত ও কর্মক্ষম ব্যক্তিতে পরিণত
করতে আমাদেরকে
সমন্বিত ও
সামগ্রিক দৃষ্টিভঙ্গি
নিয়ে কাজ
করতে হবে। দিবসটি
উপলক্ষে জাতিসংঘে
বাংলাদেশ ও
কাতার মিশনের
যৌথ উদ্যোগে
আয়োজিত প্রদর্শনীর
উদ্বোধন করেন
সায়মা ওয়াজেদ
পুতুল।
অনুষ্ঠান শেষে
জুয়েল মিয়া
এক সৌজন্য
সাক্ষাতকারে মিলিত হন। সে সময় জুয়েল
মিয়ার সাথে
ছিলেন জাতিসংঘের
ডিপার্টমেন্ট অব পাবলিক ইনফমেশনে হেড
অফিসার হাওয়া
এবং জাতিসংঘের
অন্যান্য নেতৃবৃন্দ। জুয়েল
মিয়া সাক্ষাতকালে
সায়মা ওয়াজেদের
মহতি উদ্যোগের
জন্য তার
প্রশংসা করেন
এবং তার
উদ্যোগে সহযোগিতার
আগ্রহ ব্যক্ত
করেন।
এছাড়া জুয়েল
মিয়া জাতিসংঘের
বাংলাদেশের স্থানীয় মিশনের ডিফেন্স এডভাইজার
ব্রিগেডিয়ার জেনারেল খান ফিরোজ আহমেদের
সাথে জাতিসংঘ
সদর দফতরে
সৌজন্য সাক্ষাত
করেন।
তারা বাংলাদেশের
আইন শৃংখলা
পরিস্থিতি ও রোহিঙ্গা শরণার্থী সংকট
নিয়ে মতবিনিময়
করেন।
উল্লেখ্য, আগামী জুন মাসে জুয়েল
মিয়া এক
প্রতিনিধিদলের সাথে বাংলাদেশের কক্সবাজারে রোহিঙ্গা
শরণার্থী শিবির
পরিদর্শন করবেন।