হবিগঞ্জে নারীদের প্রসব পরবর্তী রক্তক্ষরণ প্রতিরোধে ঔষধ প্রদান
তারিখ: ১৬-এপ্রিল-২০১৮
স্টাফ রির্পোটার ॥

নারীদের প্রসব পরবর্তী রক্তক্ষরণ প্রতিরোধের জন্য সরকারি ভাবে সাময়িক মিসোপ্রষ্টল ট্যাবলেট সরবরাহ না থাকায় হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ মা ও নবজাতকের স্বাস্থ্যখাতের বাজেট হতে ১ লক্ষ টাকার মিসোপ্রষ্টল ট্যবলেট সরবরাহ করবে। এসব ট্যাবলেট সরবরাহের লক্ষ হচ্ছে যাতে করে মাঠ পর্যায়ে প্রসব পরবর্তী রক্তক্ষরণে কোন মায়ের মৃত্যু যেন না হয়। গতকাল রবিবার উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল ১ম ধাপে প্রায় ২০ হাজার টাকার মিসোপ্রষ্টল ট্যাবলেট উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শিরিন আক্তারের কাছে হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন পরিবার পরিবার পরিকল্পনা সহকারী এ কে এম এ হাদী, শামীমা আক্তার, মা-মনি এইচএসএস প্রকল্পের উপজেলা ফেসিলিটেটর কিউ আই জেসমিন আক্তার, পরিবার পরিকল্পনা পরিদর্শক ওয়াহিদুর রহমান, হেলাল মিয়া, আব্দুল মজিদ, মোস্তাফিজুর রহমান, খালেদ আনসারী ও কদর আলী প্রমুখ। ভাইস চেয়ারম্যান বলেন, পরবর্তী ৮০ হাজার টাকার মধ্যে ৩০ হাজার টাকার কোরহেক্সিডিন এবং ৫০ হাজার টাকার মিসোপ্রষ্টল ট্যাবলেট দেয়া হবে।

প্রথম পাতা