পইলে আইন শৃংখলা সভা অনুষ্ঠিত
তারিখ: ২৩-এপ্রিল-২০১৮
স্টাফ রিপোর্টার ॥

হবিগঞ্জ সদর উপজেলার ৪নং পইল ইউনিয়নে আইন শৃংখলা রক্ষা কমিটির আয়োজনে গতকাল রবিবার রাতে দেবপাড়ায় এক সভা অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান সৈয়দ আহমদুল হকের সভাপতিত্বে উক্ত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা মর্জিনা আক্তার, নবাগত অতিরিক্ত পুলিশ সুপার, হবিগঞ্জ সার্কেল মোঃ রবিউল ইসলাম, হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াসিনুল হক, পইল ইউপি চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফ, স্থানীয় মুরুব্বিয়ানবৃন্দ ও যুব সম্প্রদায়। ইউপি সদস্যগনের মাঝে বক্তব্য রাখেন, মোঃ মোস্তফা জামাল, মোঃ বাবর আলী, আব্দুল জলীল মিন্টু, মোঃ রফিকুল ইসলাম, মোঃ আবু তাহের, শিবেন্দ্র চন্দ্র শিবু, আব্দুল কাইয়ূম ও আমিনা বেগম। বিভিন্ন শ্রেণী পেশার হাজারো মানুষের উপস্থিতিতে পইল ইউপির সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। মাদক-জুয়া ও বিভিন্ন শৃংখলা বিরোধী কাজ প্রতিরোধে পুলিশের কঠোর ভূমিকার পাশাপাশি স্থানীয় জনগনের সচেতনার উপর গুরুত্বারোপ করা হয়।

প্রথম পাতা
শেষ পাতা