শায়েস্তাগঞ্জ সড়কের রতনপুরে সিএনজি-পিকআপ ভ্যানের সংঘর্ষে এক ব্যক্তি নিহত ॥ শিক্ষিকাসহ আহত ৪
তারিখ: ২৩-এপ্রিল-২০১৮
নিরঞ্জন গোস্বামী শুভ ॥

হবিগঞ্জ সদর উপজেলার রতনপুরে সিএনজি অটোরিক্সা ও পিকআপ সংঘর্ষে মানিক মিয়া (৪৫) নামের এক ঠিকাদারের সহকারী নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই শিক্ষিকাসহ আরো ৪জন। গতকাল রবিবার বিকাল ৪টার দিকে হবিগঞ্জ সদর উপজেলার রতনপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত সহকারী ঠিকাদার চুনারুঘাট উপজেলার জিকুয়া শেখের হাটি গ্রামের ফারুক মিয়ার পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়, নতুন ব্রীজ থেকে সিএনজি অটোরিক্সা যাত্রী নিয়ে হবিগঞ্জ যাওয়ার পথে রতনপুর এলাকায় পৌছলে শায়েস্তাগঞ্জগামী একটি পিকআপ ভ্যান সিএনজিকে চাপা দিলে মানিক মিয়াসহ ৪ জন গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মিঠুন রায় তাকে মৃত ঘোষনা করেন। অপর আহতরা হল চুনারুঘাট উপজেলার গাজীপুর গ্রামের মুক্তিযোদ্ধা আব্দাল মিয়া চৌধুরীর কন্যা সরকারি বৃন্দাবন কলেজ ছাত্রী নিশু আক্তার চৌধুরী (২০) ও তার বোন আয়শা আক্তার চৌধুরী (২২)। তারা দুইজনই সদর উপজেলার মির্জাপুর প্রাইমারী স্কুলের সহকারি শিক্ষিকা। আহতরা অভিযোগ করেন চালক দ্রুতগতিতে সিএনজি চালিয়ে আসছিল। তাকে ধীরে চালানোর কথা বললেও সে কর্ণপাত করেনি। দূর্ঘটনার পরই ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় উভয় চালক পালিয়ে যায়। সন্ধ্যায় আহত নিশু চৌধুরীকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

প্রথম পাতা
শেষ পাতা