বানিয়াচংয়ে ২নং ইউনিয়ন কৃষক লীগের বর্ধিত সভায় হুমায়ুন কবীর রেজাকে নৌকার একক প্রার্থী ঘোষণার দাবি
তারিখ: ১২-অক্টোবর-২০১৮
প্রেস বিজ্ঞপ্তি ॥

বানিয়াচং উপজেলার ২নং ইউনিয়ন কৃষক লীগের বর্ধিত সভায় জেলা কৃষক লীগের সভাপতি, জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন কবীর রেজাকে নৌকার একক প্রার্থী ঘোষণার দাবি জানানো হয়েছে। গতকাল বিকেলে বাবুর বাজারে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় জেলা কৃষক লীগ সভাপতি এবং হবিগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হুমায়ুন কবীর রেজা বলেন, আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। আর না হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে যে উন্নয়নের জোয়ার সৃষ্টি হয়েছে তা বাধাগ্রস্ত হবে। বিশেষ করে প্রত্যন্ত এলাকার মানুষের জন্য শেখ হাসিনার যে উন্নয়ন তা আর কোন সরকার অতীতে করতে পারেনি। কৃষক লীগের একজন কর্মী হিসেবে এই বার্তা সকলের কাছে পৌছে দিতে হবে। তিনি বলেন, ছাত্র রাজনীতির মাধ্যমে নৌকার একজন কর্মী হিসেবে তৃণমূল পর্যায়ে দলকে সংঘটিত করতে কাজ করে আসছি। যুবলীগ ও কৃষক লীগকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছি। জেলা আওয়ামী লীগের একজন সদস্য হিসেবে সাধারণ মানুষের পাশে থেকে রাজনীতি করে আসছি। তরুণ বয়সে জনপ্রতিনিধি হয়েছি। এখন পরিণত বয়সে রাজনীতির ধারাবাহিকতায় দলের নেতাকর্মীদের আহবানে আমি আজ নৌকার মনোনয়ন প্রত্যাশা করছি। এই লক্ষ্যে বানিয়াচং এবং আজমিরীগঞ্জ প্রতিটি গ্রামে এবং ওয়ার্ডে কৃষকলীগকে সংঘটিত করেছি। হাওর এলাকার লোকজন এখন একনামে কৃষক লীগকে চিনে। কৃষক লীগই হলো হাওর এলাকায় আওয়ামী লীগের মূল চালিকা শক্তি। বানিয়াচং-আজমিরীগঞ্জে কৃষক লীগ সুসংঘটিত হওয়ায় হাজার হাজার কৃষক লীগ নেতাকর্মী নৌকার বিজয় সুনিশ্চিত করা এবং শেখ হাসিনার শক্তিশালী করার লক্ষ্যে কাজ চালিয়ে যাচ্ছে। জাতির পিতার হাতে গড়া এই সংগঠনের একজন ত্যাগী নেতা হিসেবে আমি আপনাদের পাশে এসেছি। এ সময় সভায় উপস্থিত নেতাকর্মীরা হুমায়ুন কবীর রেজাকে নৌকার প্রার্থী চাই শ্লোগান দিয়ে সভাস্থল মুখরিত করে রাখেন। সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে হুমায়ুন কবীর রেজা তার বক্তৃতা শেষ করেন। ইউনিয়ন কৃষক লীগের আহবায়ক আবুল ফজলের সভাপতিত্বে যুগ্ম আহবায়ক কোহিনুর মিয়ার পরিচালনায় সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বানিয়াচং উপজেলা কৃষক লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ইউসুফ আলী এবং গীতা পাঠ করেন জাদু ঠাকুর। বর্ধিত সভায় বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সহ সভাপতি শাহজাহান চৌধুরী সেজু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রউফ, সাংগঠনিক সম্পাদক সঞ্জয় রায়, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামাল মিয়া, আজমিরীগঞ্জ উপজেলা কৃষক লীগের আহবায়ক এম হিফজুর রহমান, বানিয়াচং উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সামছুল হক ঠাকুর সেবুল, সাংগঠনিক সম্পাদক রুহুল আমীন প্রমুখ।

প্রথম পাতা