হবিগঞ্জে ৮দফা দাবি বাস্তবায়নের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ও মানববন্ধন
তারিখ: ১২-অক্টোবর-২০১৮
স্টাফ রিপোর্টার ॥

দুঘর্টনা মামলা জামিন যোগ্য করা ও শ্রমিকের অর্থদন্ড ৫ লক্ষা টাকা জরিমানা বাতিলসহ ৮দফা দাবি বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন করেছে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ও ট্রাক ও ট্যাংক লরি শ্রমিক ইউনিয়ন। বৃহস্পতিবার সকালে তারা পৌর বাস টার্মিনালে বিক্ষোভ মিছিল সহকারে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের প্রধান সড়কে মানববন্ধন করা হয়। ট্রাক ও ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি ইয়াদুল হোসেন লোদন এর সভাপতি এবং জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সজিব আলীর পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তৃতা করেন জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি শাহ হাবিবুর রহমান জিতু, যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান, সহ- সম্পাদক দিয়ারিছ মিয়া, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, প্রচার সম্পাদক আলী হোসেন, ট্রাক ও ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি তোরাব আলী, সাধারণ শাহজাহান, যুগ্ম সম্পাদক জহির সিকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ। মানবন্ধনে বক্তারা বলেন-৮দফা দাবি বাস্তবায়নে জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানান এবং ১৫ অক্টোবরের মধ্যে আমাদের দাবি বাস্তবায়ন না হলে সারা বাংলাদেশের ৭০ লাখ শ্রমিকরা একযোগে কঠোর আন্দোলনে নামার হুশিয়ারী উচ্চারণ করেন। এর পূর্বে ৪ অক্টোবর শ্রমিকরা প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রধান করেন। এদিকে আন্দোলন কর্মসূচিকে ঘিরে সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলার সব সড়কে বাস চলাচল বন্ধ ছিল।

প্রথম পাতা