৪ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে হবিগঞ্জে নির্বাচনী অলিম্পিয়াড আজ
তারিখ: ১২-অক্টোবর-২০১৮
স্টাফ রিপোর্টার ॥

হবিগঞ্জ জেলার সর্বোচ্চ বিদ্যাপিঠ বৃন্দাবন সরকারি কলেজে বিভিন্ন কলেজের ৪ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ‘নির্বাচনী অলিম্পিয়াড’ অনুষ্ঠিত হচ্ছে আজ শুক্রবার। সুজন-সুশাসনের জন্য নাগরিক, হবিগঞ্জ এর আয়োজনে অনুষ্ঠিতব্য এ নির্বাচনী অলিম্পিয়াড পরিচালনায় সার্বিক সহযোগিতায় রয়েছে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ও ইয়ূথ এন্ডিং হাঙ্গার, হবিগঞ্জ। অনুষ্ঠানসূচীর মধ্যে রয়েছে সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন, সাড়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত ৩০ মিনিটের পরীক্ষা, সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মুক্ত আলোচনা এবং সাড়ে ১২টা থেকে ১টা পর্যন্ত ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী। মুক্ত আলোচনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সুজন কেন্দ্রীয় কমিটির সমন্বয়কারী দিলীপ কুমার সরকার। উল্লেখ্য, নির্বাচনে অলিম্পিয়াডে অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীকে শুভেচ্ছা পুরস্কার, বিজয়ী সেরা ১০ জনকে মেডেল ও ক্রেস্ট উপহার দেওয়া হবে। এ ছাড়া সেরা ৩ জন আগামী ৩ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনী অলিম্পিয়াডে অংশগ্রহণের সুযোগ পাবেন।

প্রথম পাতা