সামসুন্নাহার দারুসসুন্নাহ মহিলা মাদ্রাসার শিক্ষা সমাপণী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত
তারিখ: ২৫-এপ্রিল-২০১৯
প্রেস বিজ্ঞপ্তি ॥

গতকাল বিকাল ৪ টায়, শহরের খোয়াইমুখ আবাসিক এলাকায় অবস্থিত সামসুন্নাহার দারুসসুন্নাহ মহিলা মাদ্রাসার ২০১৮-১৯ শিক্ষা বর্ষের সমাপণী উপলক্ষে পুরস্কার বিতরণী ও দুআ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন, মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রধান পরিচালক মুফতি মুহসিন আহমদ। প্রধান অতিথি ছিলেন দারুল ইরশাদ বহুলা মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওঃ নাজমুল হুদা চৌধুরী। সিনিয়র শিক্ষক মাওঃ হোসাইন আহমদ খান ত্বহা'র পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাইখুল হাদীস মাওঃ আব্দুল কাইয়ূম সাহেব, তালিমুন্নেসা মহিলা মাদ্রাসার মুহতামিম মাওঃ সাঈদুর রহমান, পৌরসভা মসজিদের ইমাম ও খতিব, মুফতি বিলাল আহমদ চৌধুরী, মাওঃ আব্দুস সালাম জালালাবাদী, অত্র মাদ্রাসার নাজিমে তালিমাত মাওঃ মুশাহিদ আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রওশন আলী ও আব্দুল হামিদ, দারুল ইরশাদ বহুলা মাদ্রাসার শিক্ষা বিষয়ক পরিচালক, মাওঃ জাবের আল হুদা চৌধুরী প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মুসলমান সমাজ ব্যবস্থা কে ধ্বংস করে দেয়ার জন্য বিভিন্ন অপশক্তি শত বিলিয়ন টাকা খরচ করছে। তাদের এই অশুভ পরিকল্পনা বাস্তবায়নে নারীদেরকে টার্গেট করে শিক্ষার নামে তাদের কে রাস্তায় নামিয়ে দিয়ে নারীদের সম্মানের আসনটিকে কলুষিত করছে। এমন বিশ্ব পরিস্থিতিতে নারীদের আদর্শিক দ্বীনী শিক্ষার ক্ষেত্রে এই মাদ্রাসা অসামান্য অবদান রেখে চলেছে। অনুষ্ঠান শেষে কৃতি ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ ও দেশ, জাতির কল্যাণে দোয়া করা হয়। আগামী রমজানে জামাতে আওয়াল হতে সনদ জামাত পযন্ত আল খলিল কোরআন শিক্ষাবোর্ডের মাধ্যমে ক্বেরাত প্রশিক্ষণ চলবে।

প্রথম পাতা