শহরতলীর পইল গ্রামে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী আহত ॥ বাড়ি-ঘর ভাংচুর লুটপাট
তারিখ: ১০-সেপ্টেম্বর-২০১৯
স্টাফ রিপোর্টার ॥

হবিগঞ্জ সদর উপজেলার পইল গ্রামে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হল, ওই গ্রামের জাহির আলী (৭০) ও তার স্ত্রী রশিদা খাতুন (৫০)। গত শুক্রবার সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে। আহত সূত্রে জানা যায়, জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একই গ্রামের সিরাজ আলীর পুত্র হেলাল মিয়া, সিবুল মিয়া ও কাওসারসহ তাদের লোকজন জাহির আলীর বাড়িতে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এসময় প্রতিপক্ষের লোকজন তাদেরকে মারধোর করে বাড়ি ঘরে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে। তাদের শোর-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলা কারীরা পারিয়ে যায় এবং তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। আহতদের অভিযোগ, তাদের কোন সন্তান নেই। তাই প্রতিপক্ষরা তাদের জায়গা জোরপুর্বক দখলের চেষ্টায় লিপ্ত রয়েছে। এছাড়াও তাদেরকে হজ্বের প্রলোভন দিয়ে নেয়া টাকা আত্মসাত করেছে। এ বিষয়ে সাবেক সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ শালিস করলেও তারা তাতে কর্ণপাত করছে না। এ বিষয়ে মামলা পক্রিয়াধীন রয়েছে।