মারধর করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট ॥ মাধবপুর মহাসড়কে গভীর রাতে সহকারী পুলিশ সুপারের গাড়িতে ডাকাতি ॥ আটক ৪
তারিখ: ১০-সেপ্টেম্বর-২০১৯
স্টাফ রিপোর্টার ॥

বাহুবল-নবীগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) পারভেজ আলম চৌধুরীর গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন্দেহজনক ৪ জনকে আটক করেছে পুলিশ। রোববার দিবাগত গভীর রাতে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার বেঙ্গাডোবা নামক স্থানে ডাকাতের কবলে পড়েন তিনি ও তার পরিবার। পুলিশ সূত্র জানায়, ঢাকায় হেড কোয়ার্টারে মিটিং শেষে কর্মস্থলে ফিরছিলেন এএসপি পারভেজ আলম চৌধুরী। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ও ব্যক্তিগতৃুৃৃৃৃ গাড়িচালক। উল্লেখিত সময়ে ওই স্থানে পৌছামাত্র তাকে বহনকারী মাইক্রোবাসটি একদল ডাকাতের কবলে পড়ে। ডাকাতরা রাস্তার দু’পাশে শিকল টেনে গাড়ির গতিরোধ করে। এরপর অস্ত্রের মুখে এএসপি’র স্ত্রীর স্বর্ণের চেইন, আংটি, নগদ টাকা ও লাগেজ নিয়ে পালিয়ে যায় ডাকাতরা। ডাকাতদের হামলায় এএসপি পারভেজ, তার স্ত্রী ও ব্যক্তিগত গাড়িচালক হাসান আহত হন। খবর পেয়ে মাধবপুর থানার উপ-পরিদর্শক (এস.আই) কামালের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল থেকে খালি লাগেজটি উদ্ধার করে।

সোমবার রাতে এ বিষয়ে জানতে চাইলে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম আজমিরুজ্জামান ডাকাতির বিষয়টি নিশ্চিত করে জানান, ৪ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযান অব্যাহত রয়েছে।